ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের এই হারে অবাক হননি গুনাথিলাকা

প্রকাশিত: ০৬:২৭, ২৬ জানুয়ারি ২০১৮

বাংলাদেশের এই হারে অবাক হননি গুনাথিলাকা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের কাছে ত্রিদেশীয় সিরিজে প্রথম সাক্ষাতে ১৬৩ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল শ্রীলঙ্কা। পুরো আসরেই দোর্দ- প্রতাপে খেলে টানা তিন ম্যাচ জিতেছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় সাক্ষাতে সেই বাংলাদেশকেই ১০ উইকেটের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে লঙ্কানরা। আর অতীব জরুরী জয়টাকে ছিনিয়ে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশ দল আগে ব্যাট করে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায়। কিন্তু বাংলাদেশের এমন পারফর্মেন্সে এবং দলের এমন দুর্দান্ত জয়ে একটুও অবাক হননি শ্রীলঙ্কার ওপেনার দানুশকা গুনাথিলাকা। তিনি দাবি করেন বিশ্বের যে কোন দলকেই নিজেদের শক্তিমত্তা অনুসারে খেলতে পারলে হারাতে সক্ষম শ্রীলঙ্কা দল। বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাব সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ বিষয়ে গুনাথিলাকা বলেন, ‘আমরা আশ্চর্য হইনি, কারণ আমরা জানি যে যদি নিজেদের শক্তিমত্তা অনুসারে খেলতে পারি সেক্ষেত্রে বিশ্বের যে কোন দলকে হারাতে পারি। আমরা ভাল পারফর্মেন্সে ফিরেছি এবং আমি মনে করি ভাল জিনিসগুলো আমাদের অব্যাহত রাখা জরুরী।’ টানা তিন ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। কিন্তু দু’জনই ব্যর্থ হয়েছেন এদিন। সাকিব দুর্ভাগ্যজনকভাবে রানআউটের শিকার হন। সেটিই সবকিছু ভজঘট পাকিয়ে দিয়েছিল বাংলাদেশ দলের ব্যাটিংয়ে। এ বিষয়ে গুনাথিলাকা বলেন, ‘আমি তাই মনে করি (সাকিবের রানআউট টার্নিং পয়েন্ট)। আমি যখন দেশের হয়ে খেলি সবসময় নিজের শতভাগ দেয়ার চেষ্টা করি। সবাই নিজেদের শতভাগ দিয়েছে আজ (বৃহস্পতিবার)। কারণ আজকের ম্যাচটি অবশ্যই জিততে হতো। সুতরাং আমি মনে করি সবাই ভাল করেছে।’ এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (বিপিএল) খেলেছেন গুনাথিলাকা। নবাগত সিলেট সিক্সার্সের হয়ে বেশ কিছু ভাল ইনিংস উপহার দিয়েছিলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘খুবই ভাল অভিজ্ঞতা ছিল। আমি সত্যিই সর্বশেষ বিপিএল অনেক উপভোগ করেছি এবং সেটা খুব ভাল অভিজ্ঞতাই ছিল।’ টানা ব্যর্থতার বৃত্তে বন্দী ছিল শ্রীলঙ্কা। কিন্তু এবার তারা ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্ত একটি জয়ে। এতে করে দলের আত্মবিশ্বাসও ফিরেছে বলে দাবি গুনাথিলাকার, ‘গত বছর আমরা সাদা-বলের ক্রিকেটে ভাল করতে পারিনি। সর্বশেষ দুটি জয় আমাদের জন্য খুব সহায়ক হয়েছে। বিশেষ করে আমাদের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে পৌঁছেছে। তাই এখন আমরা ফাইনালের দিকে তাকিয়ে আছি।’ মিরপুরের উইকেট নিয়ে একটা ভয়, শঙ্কা সবসময়ই প্রতিপক্ষ দলগুলোর থাকে। এবার সেটার শিকার হয়েছে স্বাগতিক বাংলাদেশ দলই। এ বিষয়ে গুনাথিলাকা বলেন, ‘এটা খুব বেশি পরিবর্তন হয়নি। কিন্তু খুবই ধীর উইকেট ছিল এবং ব্যাট করা কঠিন ছিল। কিন্তু আমরা নিজেদের মৌলিক কাজগুলো ঠিকভাবে করতে পেরেছি এবং আমি-উপুল ভাল করতে পেরেছি।’
×