ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় বেসবল প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:২৫, ২৬ জানুয়ারি ২০১৮

জাতীয় বেসবল প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী রবিবার থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন জাতীয় বেসবল প্রতিযোগিতা’। এই প্রতিযোগিতায় আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল ও দুটি দল ফাইনাল খেলবে। আট দলের খেলোয়াড়দের ওয়ালটনের পক্ষ থেকে জার্সি দেয়া হবে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল দেয়া হবে। এছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (গেমস এ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রমুখ।
×