ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসানের পদোন্নতি

প্রকাশিত: ০৬:০৬, ২৬ জানুয়ারি ২০১৮

প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসানের পদোন্নতি

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ পদে নিয়োগ পেয়েছেন মোফাজ্জল হোসেন মিয়া। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে। ‘বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করা মুসলিম উম্মাহর দায়িত্ব’ ফিলিস্তিনে আল আকসা মসজিদের গ্র্যান্ড খতিব শাইখ ড. ইকরামা সাঈদ আবদুল্লাহ সাবরি বলেছেন, বায়তুল মুকাদ্দাস তথা আল কুদ্স্কে মুক্ত করা শুধু ফিলিস্তিন নয়, সমস্ত মুসলিম উম্মাহর দায়িত্ব। আল আকসা হচ্ছে ফিলিস্তিনের মুকুট। এর পবিত্রতা ছড়িয়ে আছে সর্বত্র। পৃথিবী থেকে উর্ধাকাশে গমন ও অবতরণের তোরণ হচ্ছে আল আকসা। এই তোরণ দিয়ে নবী করিম (সা) মিরাজে গিয়েছেন। তিনি ২৫ জানুয়ারি দুপুরে ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও সভাকক্ষে আয়োজিত ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দীনি শিক্ষা ও দীনি দাওয়াতের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। -বিজ্ঞপ্তি
×