ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চার শতাধিক আসামি

না’গঞ্জে হকার বসানো নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা

প্রকাশিত: ০৬:০৫, ২৬ জানুয়ারি ২০১৮

না’গঞ্জে হকার বসানো নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ চাষাঢ়ায় ফুটপাথে হকার বসানোকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনায় পুলিশের কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বুধবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন বাদী হয়ে ঘটনার নয়দিন পর এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৪শ’ থেকে ৫শ’ জনকে আসামি করা হয়েছে। জানা যায়, গত ১৬ জানুয়ারি বিকেল চারটায় নগরীতে হকার বসানোর ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থক, হকার ও সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মেয়র আইভী, সাংবাদিক ও পুলিশসহ প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়। এ সময় দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়াও রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়। এ সময় সাংসদ শামীম ওসমানের অনুসারী যুবলীগ নেতা নিয়াজুল ইসলাম খান অস্ত্র বের করে তাদের মুখোমুখি হলে আইভীর সমর্থকরা তাকে ধরে গণপিটুনি দেয়। দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন সময়ে দায়িত্ব পালনের সময় ইটপাকেল নিক্ষেপে এএসআই (এবি) সুরুজ্জামান, এসআই সশস্ত্র আব্দুল হাই, কনেস্টেবল স্বপন, রাসেল, বাকির, মনির ও সফিকুল আহত হয়। সংঘর্ষ থামাতে পুলিশ ৯৮ রাউন্ড শটগানের গুলি, ২ রাউন্ড গ্যাসগান ও ২ রাউন্ড টিয়ারসেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়। এ ঘটনায় বুধবার রাতে ঘটনার ৯ দিন পর ১৩৪, ৩৩২, ৩৩৩, ৩৫৩ ধারায় পুলিশের ওপর হামলা, সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগ এনে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, মামলা হয়েছে। এখন পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে কারা সম্পৃক্ত তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
×