ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসছে কাল

প্রকাশিত: ০৬:০২, ২৬ জানুয়ারি ২০১৮

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসছে কাল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান (সুপার স্ট্রাকচার) ৭বি স্থাপন আবারও পিছিয়েছে। কাল শনিবার এই স্প্যান বসানোর কথা জানিয়েছেন দায়িত্বশীল প্রকৌশলীরা। এর আগে এটি বৃস্পতিবার সকালে বসানোর সিদ্ধান্ত ছিল। এদিকে বৃহস্পতিবার পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেল তিন দিনব্যাপী সরেজমিন সভা শুরু হয়েছে। প্রকৌশলীরা জানান, দ্বিতীয় স্প্যানটি বসছে ৩৮ নম্বর এবং ৩৯ নম্বর খুঁটিতে। তাই ৩৮ নম্বর খুঁিটর প্রথম স্প্যানের সঙ্গে স্থায়ীভাবে ওয়েল্ডিং করে দেয়া হবে। কিন্তু এই ওয়েল্ডিংয়ের আগে এর লোড বহনের জন্য লিফটিং ফ্রেম তৈরি করা হয়েছে। যা ১৮ শ’ টন ওজন বহন করবে। কিন্তু এটি এই ওজন বহনে সক্ষম কিনা তা পরীক্ষার জন্য ছয়টি টেস্ট পাইল স্থাপন করে ক্রেন দিয়ে টেনে এর ক্ষমতা নিরূপণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই টেস্ট সম্পন্ন হয় এবং সফল রিপোর্ট এসেছে। এরপরই তা অপসারণ শুরু হয়।
×