ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সুপারিশ ইউনিসেফের

প্রকাশিত: ০৫:৫৪, ২৬ জানুয়ারি ২০১৮

নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সুপারিশ ইউনিসেফের

কূটনৈতিক রিপোর্টার ॥ রাখাইনে নিরাপত্তা নিশ্চিত করেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সুপারিশ করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। এছাড়া রোহিঙ্গা শিশুদের অধিকার নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ ঢাকা অফিসের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে ইউনিসেফের উপনির্বাহী পরিচালক জাস্টিন সাইথ বলেন, আমরা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছি। তাদের সঙ্গে আলাপ করেছি। তারা প্রত্যেকেই বলেছেন, রাখাইনে তারা ফিরে যেতে আগ্রহী। তবে সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা বলতে চাই, রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি হয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে। রাখাইনে নিরাপত্তা নিশ্চিত করেই তাদের ফেরানোর জন্য সুপারিশ করেন তিনি।
×