ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সহায়ক সরকারে বিএনপিকে আমন্ত্রণ জানানোর সুযোগ নেই ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৩, ২৬ জানুয়ারি ২০১৮

সহায়ক সরকারে বিএনপিকে আমন্ত্রণ জানানোর সুযোগ নেই ॥ সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ পার্লামেন্টে বিএনপির প্রতিনিধিত্ব নেই, তাই নির্বাচনকালীন সহায়ক সরকারে তাদেরকে আমন্ত্রণ জানানোর সুযোগ নেই। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রাম-রাজারহাট-তিস্তা জেলা মহাসড়কের কাজের উদ্বোধন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ঢাকা বিশ^বিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তদন্ত চলছে। তদন্তে ছাত্রলীগের কেউ দোষী প্রমাণিত হলে প্রশাসনিক ও সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে প্রথম কারা ইউনিভার্সিটিতে ঢুকে ভিসি অফিসের দরজা ভাঙ্গল, তালা ভাঙ্গল তা দেখতে হবে। তিনি ছাত্রলীগ সম্পর্কে আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী তিন মাসের মধ্যে ছাত্রলীগকে ঢেলে সাজানো হবে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস ছাত্রলীগ নয়, বিএনপির ক্ষমতার উৎস ছিল ছাত্রদল। পরে মন্ত্রী কুড়িগ্রাম স্বাধীনতার বিজয়স্তম্ভে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় যোগ দেন। এ সময় তার সঙ্গে সফরসঙ্গী ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু ম-লের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ জাফর আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, শেখ বাবুল, সাবেক এমপি আহমেদ নাজনিন সুলতানা নাজলী, কাজিউল ইসলাম, শফিউল আলম, আনিছুর রহমান চাঁদ, মার্শাদ হোসেন খুকী, ওয়াহেদুন্নবী সাগর, সফিকুল ইসলাম সাকিব প্রমুখ। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কুড়িগ্রাম-রাজারহাট-তিস্তা মহাসড়ক প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৮৭ লাখ টাকা। ১৯ দশমিক ৯কিঃমিঃ দৈর্ঘের সড়কে ২টি সেতু ও ৩টি কালভার্টসহ প্রকল্পটি ২০১৯ সালের জুনে শেষ হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অভিযোগ করেন, ‘বিএনপি হলো বাংলাদেশ নালিশ পার্টি (বিএনপি)। শুধু নালিশ। ভাঙ্গা রেকর্ড বাজায়। নতুন মুখ নেই। সব পুরোন মুখ। মরা গাঙ্গে জোয়ার আসে না। প্রেস রিলিজ আর প্রেস ব্রিফিং এর মধ্যে শেষ। বিএনপির মহাসচিব ফখরুল ইসলামকে ইঙ্গিত করে বলেন, তিনি তো এখন জ্যোতিষী। আওয়ামী লীগ কত ভাগ ভোট পাবে, কতটি সিট পাবে তা তিনি একেকবার একেক ভাবে পরিসংখ্যান দেন মিডিয়ায়।’ কুড়িগ্রাম স্টেডিয়ামে কম্বল বিতরণ ॥ ওবায়দুল কাদের এমপি বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম ম-ল মঞ্জু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলীর নেতৃত্বে কম্বল ও টাকা বিতরণ করা হয়। দু’হাজার ৩০০ নারী-পুরুষের মাঝে কম্বল এবং চার শত পরিবার কে ৫০০ টাকা করে ২ লাখ টাকা বিতরণ করা হয়। ক্ষমতা চিরদিন থাকে না ॥ নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট থেকে জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরদিন থাকে না। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা পারিষদ অডিটরিয়াম মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিলবোর্ডে ছবি দিলে নেতা হওয়া যায় না। জনগণকে খুশি করেন। যার আচরণে জনগণ খুশি হবে, তিনিই নেতা হবেন। ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করেন। অসুস্থ কর্মী ও তাদের পরিবারের খোঁজ খবর নেন। বাসায় বসে থেকে সদস্য সংগ্রহ অভিযান করবেন না। ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রতিশ্রুতি কথা বলে সদস্য সংগ্রহ করুন। সুযোগ পেলে শীতের অতিথি পাখিরা নৌকায় ভিড়বে, সুযোগ শেষে আবার চলে যাবে। তাই সাবধান থাকুন। চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও সাম্প্রদায়িক অপশক্তির কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। ত্যাগী নেতাদের বাদ দেবেন না। জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট-১ আসনের সাংসদ মোতাহার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সাঈদ দুলাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমান, সংরক্ষিত নারী সংসদ সদস্য এ্যাডভোকেট সফুরা বেগম রুমী, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও হাতীবান্ধা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
×