ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাবেদ পাটোয়ারী হলেন আইজিপি

প্রকাশিত: ০৫:৫২, ২৬ জানুয়ারি ২০১৮

জাবেদ পাটোয়ারী হলেন আইজিপি

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নিযুক্ত হয়েছেন অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে তার আইজিপি নিযুক্ত হওয়ার খবর জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার দুপুরে সাক্ষাত করেছেন পুলিশের সদ্য আইজিতে নিয়োগ পাওয়া ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বর্তমান আইজি একেএম শহীদুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন নবনিযুক্ত আইজি। বর্তমান আইজির চাকরির মেয়াদ শেষ হবে আগামী ৩১ জানুয়ারি। তার অবসরে যাওয়ার দিন ৩১ জানুয়ারিই দায়িত্ব গ্রহণ করবেন নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতর সূত্রে এ খবর জানা গেছে। নবনিযুক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী নয় বছর ধরে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বঙ্গবন্ধুর কারাজীবনের ওপর লেখা ‘কারাগারের রোজনামচা’র জন্য বিভিন্ন তথ্য ও নথি সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এসবির রেকর্ডরুমে ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়ে বঙ্গবন্ধুর বিষয়ে যেসব ক্লাসিফায়েড তথ্য রয়েছে তা সংরক্ষণের উদ্যোগ নেন তিনি। গত বছর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রকাশিত কারাগারের রোজনামচায় ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তার কারাজীবনের ঘটনাবলী স্থান পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার দুপুরে সাক্ষাত করেছেন পুলিশের আইজি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। কুশল বিনিময়ের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ১৫ থেকে ২০ মিনিট কথা বলেন নতুন আইজিপি। বর্তমান আইজিপি একেএম শহীদুল হকের চাকরির মেয়াদ চলতি জানুয়ারি মাসের ৩১ তারিখে শেষ হচ্ছে। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত আইজিপি(প্রশাসন) পদে কর্মরত ছিলেন বর্তমান আইজিপি এবং ৩১ ডিসেম্বর তিনি আইজিপি পদে যোগদান করেন। চলতি মাসের ৩১ জানুয়ারি তার ৩ বছর আইজিপি পদের মেয়াদ পূর্ণ হবে। স্বাভাবিকভাবেই তিনি আইজিপি পদ থেকে অবসরে যাবেন। তাকে সচিব পদে নিয়োগ দেয়া হতে পারে। বর্তমান আইজিপি একেএম শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হওয়ার দিনই আইজিপির দায়িত্ব গ্রহণ করবেন জাবেদ পাটোয়ারী। এই পুলিশ কর্মকর্তা বর্তমান আইজিপি শহিদুল হকের মতোই বিসিএস ৮৪ ব্যাচের। ওই ব্যাচে প্রথম হয়েছিলেন তিনি। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত চাকরির মেয়াদ আছে জাবেদ পাটোয়ারীর। অতিরিক্তি আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গ্রেড-১ এর কর্মকর্তা এবং তার চাকরির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রীধারী জাবেদ পাটোয়ারী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দেন ১৯৮৬ সালে। ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা চাকরিতে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে সর্বোচ্চ পদে বর্তমানে পুলিশের একধাপ নিচে অতিরিক্ত মহাপরিদর্শক পদে কর্মরত ছিলেন তিনি। ২০১৩ সালে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি পান পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাবেদ পাটোয়ারী। পুলিশ প্রশাসনে স্বচ্ছ ইমেজের কর্মকর্তা হিসেবে পরিচিতি রয়েছে জাবেদ পাটোয়ারীর।
×