ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাখাইনে রোহিঙ্গাদের জন্য ঘরবাড়ি নির্মাণ করছে ভারত ॥ হর্ষবর্ধন

প্রকাশিত: ০৪:৫২, ২৬ জানুয়ারি ২০১৮

রাখাইনে রোহিঙ্গাদের জন্য ঘরবাড়ি নির্মাণ করছে ভারত ॥ হর্ষবর্ধন

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৫ জানুয়ারি ॥ রাখাইন থেকে আসা রোহিঙ্গাদের বাংলাদেশ সরকার আশ্রয় দেয়ায় ভারত সরকার প্রশংসা করেছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত সরকার নিজেদের মতো করে কাজ করছে। রোহিঙ্গারা রাখাইনে ফিরে যাওয়ার পর যাতে নিরাপদে বসবাস করতে পারে সেজন্য ভারত সরকার সেখানে বাড়িঘর তৈরি করছে। এজন্য মিয়ানমার সরকারের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে এসে রোহিঙ্গা ইস্যুতে ভারতের মনোভাব কেমন স্থানীয় সাংবাদিকরা জানতে চাইলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা এসব কথা বলেন। তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানীরা এদেশে বর্বরতা ও নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। তখন রাজাকাররা দানবীর রণদা প্রসাদ সাহাকেও হত্যা করে। ভিসা প্রসেসিং বিষয়ে তিনি বলেন, আগে প্রতিবছর এদেশ থেকে ৭ লাখ মানুষ ভারতে যেত। ভিসা প্রসেসিং সহজীকরণ হওয়ায় এখন প্রতিবছর ১৪ লাখ মানুষ ভারতে যেতে পারছে।
×