ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা ॥ ক্লু উদ্ঘাটন

প্রকাশিত: ০৪:৫১, ২৬ জানুয়ারি ২০১৮

আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা ॥ ক্লু উদ্ঘাটন

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ মাত্র ৮ বছরের শিশুকে সাত পাষ- মিলে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় শিউরে উঠেছেন সাধারণ মানুষ, এমনকি পুলিশও। বৃহস্পতিবার পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আকবরশাহ থানা পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া ৬ পাষ-ের স্বীকারোক্তিতে মীমকে ধর্ষণের নির্মম বর্ণনায় সাংবাদকর্মীরাও আবেগাপ্লুত হন। মীমের মা রাবেয়া জানান, ধর্ষক ও হত্যাকারী বিজয়ের মাকে আর্থিকভাবে সহায়তা করতে গিয়ে সন্তানহারা হয়েছেন তিনি। ব্র্যাকের আকবরশাহ থানা এলাকার মাইক্রো ক্রেডিট সেন্টার থেকে ৫০ হাজার টাকা ঋণ পরিশোধকে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত। মুলত রাবেয়ার জিম্মায় ব্র্যাক নামের এনজিওর মাইক্রো ক্রেডিটের মাধ্যমে বিজয়ের মা শিল্পী বেগমকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে দেয়। মাত্র ২৫ দিন আগে নেয়া এই ঋণের প্রতিসপ্তাহে কিস্তি পরিশোধের নিয়ম। কিন্তু ঋণ নেয়ার পর থেকে শিল্পী এই কিস্তির টাকা পরিশোধ না করায় সমস্যায় পড়ে যায় রাবেয়া। ফলে ব্র্যাকের লোকজন বারবার রাবেয়াকে তাগাদা দিয়ে আসছিল। তার স্বামী জামাল বিশ্বকলোনির একটি লন্ড্রিতে কাজ করে। এ ব্যাপারে আকবরশাহ থানার ওসি তদন্ত উৎপল জানান, ঘটনার পর পর আমরা তদন্তে নেমে অর্থ লেনদেনের বিষয়টি জানতে পারি। এরই সূত্র ধরে বিজয়ের তথ্য নিয়েই এক এক করে ৬ জনকে গ্রেফতার করেছি। বাকিজনকেও অল্প সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে পারব। আদালতে বৃহস্পতিবার গ্রেফতারকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। জানা গেছে, মীম আকবরশাহ থানাধীন ফাতেমাতুজ জোহরা হেফজুল কোরআন মহিলা মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রী। গত ২১ জানুয়ারি খেলতে বের হয়ে আর বাসায় না ফিরে আসেনি। মীমের মামা কোরবান আলী কর্নেলহাট থেকে তাকে খুঁজতে খুঁজতে আকবরশাহ থানাধীন বিশ্বকলোনির আল হেরা মসজিদের পার্শ¦বর্তী আই ব্লকের হোল্ডিং ১৮৪তে থাকা আয়শা মমতাজ তাজমহল ভবনের সামনে জটলা দেখে ২য় তলায় ওঠে। সিঁড়িতে স্থানীয়রা এক নিহত মেয়ে শিশুকে শনাক্ত করার চেষ্টা করছে। কোরবান মেয়েটিকে তার ভাগনি হিসেবে শনাক্ত করে।
×