ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাছ চাষ সম্প্রসারণে বাধা

প্রকাশিত: ০৪:৪৯, ২৬ জানুয়ারি ২০১৮

মাছ চাষ সম্প্রসারণে বাধা

মৎস্য খাদ্যের উচ্চমূল্য, সময়মতো পোনা পাওয়ার ক্ষেত্রে জটিলতা এবং মাছের ন্যায্যমূল্য না পাওয়া দেশে মাছ চাষ সম্প্রসারণে সবচেয়ে বড় বাধা। বুধবার রাজধানীর মৎস্য ভবনে দেশে মাছ চাষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এতে বলা হয়, দেশের প্রাণিজ আমিষের বড় একটি অংশের যোগান মৎস্য খাত থেকে আসে অথচ মৎস্য খাতের উন্নয়নে সরকারী সহযোগিতা অপ্রতুল। এমনকি মৎস্য খামারীদের ঋণ দিতে চায় না বেসরকারী ব্যাংকগুলো। এ অবস্থায় মাছ পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কমিয়ে আনতে মার্কেট চ্যানেল উন্নয়নের ওপর জোর দেয় বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশন। -অর্থনৈতিক রিপোর্টার ইরান এ বছর সোনা উৎপাদনে রেকর্ড করবে ইরান চলতি ফার্সী বছরে সোনা উৎপাদনে রেকর্ড করবে। ইরানের শিল্প, বাণিজ্য এবং খনিজ বিষয়ক উপমন্ত্রী জাফর সারকিনি এ কথা জানিয়েছেন। তিনি একে মূল্যবান অর্জন হিসেবেও অভিহিত করেন। তিনি জানান, চলতি বছরে ইরান ৬ টন সোনা উৎপাদন করবে। অবশ্য চলতি বছরে সোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭ টন ধরা হয়েছিল বলেও জানান তিনি। ইরানের সোনা উৎপাদন ভবিষ্যতে আরও বাড়বে বলে উল্লেখ করে তিনি বলেন, সোনার আরও নতুন খনি উৎপাদন শুরু করেছে। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় ছোট ছোট খনি থেকে সোনা উৎপাদন লাভজনক বলে বিবেচিত হচ্ছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইরানী নগরী তাকাবের জারশুরান স্বর্ণ খনিকে মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চলতি বছরে এ খনির উৎপাদন মাত্রা ১ টন এবং পরবর্তী তিন বছরে ৩ টনে পৌঁছাবে। ইরানের সোনা উৎপাদনের পরিমাণ বছরে ১০ টনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ মেয়াদে ইরানের সোনা উৎপাদনের পরিমাণ বছরে ২৫ টনে দাঁড়াবে। -অর্থনৈতিক রিপোর্টার
×