ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঘুরে দাঁড়াচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত

প্রকাশিত: ০৪:৪৭, ২৬ জানুয়ারি ২০১৮

ঘুরে দাঁড়াচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৫-১৬ অর্থবছরের ধাক্কা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিতের মান। ২০১৭ সালকে বলা হয়েছে রিঙ্গিতের ঘুরে দাঁড়ানোর বছর। আর ২০১৮ সালের শুরুতে রিঙ্গিত একটি স্থিতাবস্থায় পৌঁছেছে। ১ রিঙ্গিতের বিপরীতে এখন ২১ টাকা ৭০ পয়সা থেকে শুরু করে ২২ টাকা ২০ পয়সা পর্যন্ত পাচ্ছেন প্রবাসীরা। ফলে স্বস্তি এসেছে প্রবাসীদের মধ্যে। মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৩ সালে যেখানে এক রিঙ্গিতে ২৫ টাকা পর্যন্ত পাওয়া যেতো, ২০১৬ সালে তা ১৬ টাকা ৫০ পয়সায় নেমে আসে। ফলে এক হাজার রিঙ্গিত আয় করলে যেখানে ২৫ হাজার টাকা হত, তা সাড়ে ১৬ হাজার টাকায় নেমে আসে। এর ফলে বিপাকে পড়েন প্রবাসীরা। নির্মাণ শ্রমিক রাসেল আহমেদ জানান, এ সময়টায় তাদের জীবনযাত্রার মান কমে গিয়েছিল। তিনি বলেন, বাংলাদেশেও সবকিছুর দাম বেড়ে গেছে। আবার আমাদের এখানেও বেতন বাড়ছিল না। রিঙ্গিতের মান কমে যাওয়ায় আয় কমে যায়। কারণ আমাদের সব হিসাবেই টাকায় মানে করতে হয়। ফরেক্স জানাচ্ছে, বৃহস্পতিবার সকাল ৯টায় এক ডলারের বিপরীতে ৩ রিঙ্গিত ৯০ সেন্ট পাওয়া যাচ্ছে। গত সপ্তাহতেও এক ডলারের বিপরীতে রিঙ্গিতের মান ছিল ৪ এর উপরে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাণিজ্য প্রতিষ্ঠান ওয়ান্ডা কর্পের প্রধান স্টিফেন ইনস বলেন, এক রাতের মধ্যেই ডলারের তুলনায় আবারও কিছুটা বেড়েছে রিঙ্গিতের মান। বোঝা যাচ্ছে ডলারেরও সংগ্রাম করতে হচ্ছে রিঙ্গিতের সঙ্গে। এ বছরের মাঝামাঝি সময়ে ডলারের তুলনায় রিঙ্গিতের মান ৩ রিঙ্গিত ৭০ সেন্ট হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ২০১৮ জুড়েই রিঙ্গিতের মানে স্থিতাবস্থা থাকবে।
×