ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতে এক দেশে দুই পাসপোর্ট নিয়ে বিতর্ক

প্রকাশিত: ০৪:৩৯, ২৬ জানুয়ারি ২০১৮

ভারতে এক দেশে দুই পাসপোর্ট নিয়ে বিতর্ক

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) শুক্রবার ঘোষণা করেছে, নতুন ভারতীয় পাসপোর্টে শেষ পাতা থাকবে না। যাতে পাসপোর্টধারীর ঠিকানা, নাম, পিতামাতার নাম ও স্ত্রী বা স্বামীর নাম উল্লেখ থাকে। আবেদনকারীদের মধ্যে যাদের শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণীর নিচে তাদেরকে কমলা রঙ্গের একটি পাসপোর্ট দেয়া হবে। অন্যরা, কূটনৈতিক ও কর্মকর্তারা সবুজ রঙ্গের পাসপোর্ট পাবেন। সরকারের ঘোষণার দুই দিন পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। তিনি একে সরকারের বৈষম্যমূলক আচরণের বহির্প্রকাশের প্রমাণ বলেছেন। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেরয়ালা বলেন, এই পদক্ষেপের ফলে বিজেপি জোর করে গেরুয়া রঙ্গের প্রচলন করছেন। যাকে রাহুল গান্ধী বৈষম্য হিসেবে অভিহিত করেছেন। কেরালার সাবেক মুখ্যমন্ত্রী ওম্মান চান্ডি বলেন, আরব উপসাগরীয় দেশগুলোতে যেসব ভারতীয় শ্রমিক কাজ করেন তাদের জন্য ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দরকার হয়। এটি অবিশ্বাস্য নয় যে, কেরালার অর্থনীতি স্থিতিশীল অবস্থায় আছে উপসাগরীয় এলাকার রেমিটেন্স প্রাপ্তি থেকে। যা বর্তমানে জটিল অবস্থায় রয়েছে। তিনি যুক্তি দেন যে, যেসব কর্মীরা কমলা রঙ্গের পাসপোর্ট পাবেন তারা এখন দ্বিতীয় শ্রেণীর বলে পরিগণিত হবেন। -ইন্ডিয়া টুডে পদ্মাবত ছবি নিয়ে বিক্ষোভের জেরে চিতোরদুর্গ বন্ধ ভারতের বহুল চর্চিত ‘পদ্মাবত’ ছবির মুক্তি আটকাতে বিক্ষোভ এমন জায়গায় পৌঁছেছে যে, বন্ধ করে দিতে হল রাজস্থানের চিতোরদুর্গ। বুধবারের আগেও একবার বন্ধ রাখতে হয়েছে এই দুর্গকে। তবে, সেটাও এই পদ্মাবতের মুক্তি নিয়েই। গত বছরের নবেম্বরের পর ফের চিতোরদুর্গ এমন ভাবে বন্ধ করে দেয়া হল। ইতিহাসে এর আগে এমন করে এই দুর্গ বন্ধ রাখতে হয়েছে বলে কেউই মনে করতে পারছেন না। মঙ্গলবার রাতে জোর করে চিতোরদুর্গে প্রবেশের চেষ্টা করেন করণী সেনার সদস্যরা। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয় দুর্গ। -এনডিটিভি
×