ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জার্মানি থেকে সামরিক ঘাঁটি প্রত্যাহার করবে না ব্রিটেন

প্রকাশিত: ০৪:৩৯, ২৬ জানুয়ারি ২০১৮

জার্মানি থেকে সামরিক ঘাঁটি প্রত্যাহার করবে না ব্রিটেন

ব্রিটেন, জার্মানির পূর্ব সীমান্তে অবস্থিত সেনা ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের আগের সিদ্ধান্ত থেকে সরে সেখানে দ্রুত সেনা মোতায়েনযোগ্য আরেকটি স্থাপনা গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পূর্ব ইউরোপে রাশিয়ার ক্রমবর্ধমান রুশ হুমকি মোকাবেলায় ব্রিটেন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে সে দেশের সেনাবাহিনী প্রধান জেনারেল স্যার নিক কার্টার জানিয়েছেন। টেলিগ্রাফ। নিক কার্টার বলেন, দ্বিতীয় মহাযুদ্ধ অবসানের পর যে সব ঘাঁটি পূর্ব জার্মানিতে ছিল সেসব ঘাঁটি চলতি দশকের মিত্র শক্তির শেষ দিকে ছেড়ে আসলে রাশিয়ানরা তা দখল করে নেবে এমন আশঙ্কা দেখা দেয়ায় ব্রিটেন তার পূর্বতন সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটে প্রদত্ত বক্তৃতায় স্যার নিক কার্টার পূর্ব ইউরোপের বিভিন্ন সীমান্তে ক্রমবর্ধমান রুশ উপস্থিতি ও হুমকির বিভিন্ন দিক তুলে ধরেন। নিক কার্টার রাশিয়ার একটি সামরিক প্রচারমূলক ভিডিও চিত্র দেখিয়ে বলেন, রাশিয়া তার প্রতিরক্ষা খাতকে এতটাই আধুনিকায়ন করেছে যে, তাতে বিস্মিত হতে হয়। আমরা যা ভাবছি রাশিয়া তার চেয়েও দ্রুত বৈরী তৎপরতা শুরু করে দিতে পারে। কিন্তু তারা এত সূক্ষ্ম কৌশলে এগুলো করবে যেÑকোথা থেকে কখন শুরু হলো-তা নিরূপণ করতেই বেশ সময় লেগে যাবে। এখন থেকেই প্রতি আক্রমণের প্রস্তুতি গ্রহণ না করলে-তাদের সামনে টিকে থাকাই দায় হবে। ব্রিটেনের সামনে রাশিয়া এখন একটি স্পষ্ট ও মূর্তিমান আতঙ্ক। তারা হাজার হাজার মাইল দূরে নয়-এখন তারা ইউরোপের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে।
×