ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেনশন ফাঁকি রোধে কঠোর অবস্থানে যাচ্ছেন টেরেসা মে

প্রকাশিত: ০৪:৩৮, ২৬ জানুয়ারি ২০১৮

পেনশন ফাঁকি রোধে কঠোর অবস্থানে যাচ্ছেন টেরেসা মে

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন, বেসরকারী কোম্পানির নির্বাহীদের কাছ থেকে শ্রমিকদের পেনশন পাওয়ার ঝুঁকি বেড়ে চলায় তিনি এ বিষয়ে পদক্ষেপ নেবেন। এসব কোম্পানির নির্বাহীরা শ্রমিকদের পেনশনের টাকা নিজেদের পকেটে পোরার চেষ্টা করেন। মে বলেন, কোম্পানি মালিকদের জন্য কঠোর নতুন আইন সংবলিত একটি সরকারী শ্বেতপত্র প্রকাশ করা হবে। বিবিসি। নির্মাণ কোম্পানি ক্যারিলিয়ন বন্ধ হয়ে যাওয়ার পর ৯০ কোটি পাউন্ড ঘাটতির কারণে এটার শ্রমিকদের পেনশন ভাতা না দেয়ার আশঙ্কা দেখা দেয়ার পর সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা আসল। লেবার পার্টি বলেছে, ফার্ম বন্ধ হওয়ার জন্য মন্ত্রীদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। মে জোর দিয়ে বলেন, শ্বেতপত্রটি শুধু ক্যারিলিয়নের অংশীদারদের বেলায় প্রযোজ্য হবে, কর প্রদানকারীদের বেলায় নয়। যদিও কর প্রদানকারীদের কোম্পানি বন্ধ হওয়ার জন্য মূল্য দিতে হয়। তিনি বলেন, সরকার কোম্পানিটির পরিচালকদের সাদা চেক লিখবেন না তবে ওই ক্ষতির বিষয়ে পদক্ষেপ নেবেন ও সহায়তা করবেন। ব্যক্তিগত খাতকে ব্যবহার করে সরকারী প্রকল্প সম্পন্ন করতে মে এই পদক্ষেপ নেন। লেবার পার্টির নেতা ব্যারোনেস চক্রবর্তী মে’র এই পদক্ষেপের সাধুবাদ জানিয়েছেন।
×