ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডাভোস সম্মেলন ॥ নাফটা নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা মতবিরোধ

প্রকাশিত: ০৪:৩৮, ২৬ জানুয়ারি ২০১৮

ডাভোস সম্মেলন ॥ নাফটা নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা মতবিরোধ

সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমনের কিছু আগে তার অর্থনৈতিক উপদেষ্টা ‘আমেরিকাই প্রথম’ নীতির সমর্থনে ব্যাপক যুক্তি উপস্থাপন করেছেন। তিনি উত্তর আমেরিকার মুক্ত-বাণিজ্য আলোচনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভূমিকার কঠোর সমালোচনা করেন। বুধবার দাভোসে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মানুশিন, বাণিজ্যমন্ত্রী উইলবার রোস তাদের প্রেসিডেন্টের সমর্থনে সংরক্ষণবাদ ঘেঁষা বার্তার প্রচার করেন। স্টিভেন মানুশিন বলেন, আমাদের শ্রমিক ও দেশের স্বার্থে ট্রাম্প প্রশাসন আগ্রাসী বাণিজ্য নীতি গ্রহণ করেছে। এ ক্ষেত্রে আরেক কাঠি সরেশ উইলবার রোস কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডোর সমালোচনা করেন। এগারোটি দেশের আন্তঃপ্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য অংশিদারিত্ব চুক্তিকে কানাডার জন্য একটি ন্যায়সঙ্গত ও অগ্রসর বাণিজ্য চুক্তি হিসেবে স্বাগত জানিয়েছেন জাস্টিন ট্রুডো। ইউলবার রোস বলেন, জাস্টিন ট্রুডো ডাভোস ফোরামে নাফটা আলোচনায় ব্যাংকার ও কর্পোরেট প্রধান নির্বাহীদের ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ওপর প্রয়োগ করতে চাচ্ছেন। তবে কানাডার প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, জাস্টিন ট্রুডো অগ্রসরমান বাণিজ্য আলোচনার সমর্থক। রোসের সমালোচনাকে নাকোচ করে দিয়ে কানাডার অর্থমন্ত্রী বিল মনরু বলেন, বারবার বাণিজ্য চুক্তি হলেও কোন ফল পাওয়া যাচ্ছে না। আমরা যা-ই বলি না কেন, উত্তর আমেরিকা বাণিজ্য আলোচনা চুক্তি বা নাফটা আলোচনা খুবই কঠিন কাজ। আমরা আলোচনার মাঝখানে রয়েছি। কানাডীয়দের জন্য নাফটাকে আরও এগিয়ে নিতে চাচ্ছি। এখানে প্রতিকূলতা অপ্রত্যাশিত কিছু না। তিনি বলেন, নাফটা চুক্তি হওয়ার ভাল সুযোগ এখানে আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিষয়টি আরও পরিষ্কার করতে হবে, তিনি এই চুক্তি পছন্দ করেন কি-না। তার পছন্দ না হলে তিনি চুক্তিতে থাকবেন না।
×