ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে গ্যাস সঞ্চলন লাইনে আগুন

প্রকাশিত: ০২:৪১, ২৫ জানুয়ারি ২০১৮

মির্জাপুরে গ্যাস সঞ্চলন লাইনে আগুন

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে তিতাস গ্যসের সঞ্চালন লাইন ফেটে আগুনের সূত্রপাত হয়। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক উন্নিতকরণ কাজ করার সময় উপজেলা সদরের বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় সঞ্চালন লাইনটি ফেটে যায়। পরে বাস স্ট্যান্ডের পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সর্ভিসের সদস্যরা আগুন নেভান। এদিকে এ ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট এক পর্যায় মহাসড়কের উভয় পাশে প্রায় ৬ কিলোমিটার বিস্তৃত হয়। এছাড়া গ্যাস না থাকায় মির্জাপুর উপজেলা সদরের সকল বাসাবাড়িতে রান্না বন্ধ রয়েছে। জানা গেছে, বাইপাস এলাকায় মহাসড়ক উন্নিতকরণের কাজ চলছে। এক পর্যায় মাটি কাটার মেশিনে ওই এলাকার গ্যাসের সঞ্চালন লাইনটি ফেটে যায়। এতে মুহূর্তের মধ্যে ওই এলাকায় আগুন লাগে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার স্টেশনের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল তিতাস অফিসের লোকজন ঘটনাস্থলে এসে সংযোগটি বন্ধ করে দেন। ফলে ওই এলাকার বাসা বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তিতাস গ্যাস টাঙ্গাইলের ব্যবস্থাপক মামুনুর রহমান জানান, ভেকু দিয়ে কর্মীরা মাটি কাটার সময় পাইপ ফেটে হঠাৎ আগুন ধরে। জরুরী ভিত্তিতে গ্যাসের সংযোগ পুনরায় চালু করা হবে।
×