ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইল সদর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ছাত্রলীগের তালা

প্রকাশিত: ০১:২১, ২৫ জানুয়ারি ২০১৮

নড়াইল সদর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ছাত্রলীগের তালা

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের কার্যালয় তালা মেরে বন্ধ করে দিয়েছে জেলা ছাত্রলীগের একদল নেতাকর্মী। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তালা মেরে চলে যায়। ঘটনার দু’ঘন্টা পর বারান্দা থেকে চাবি উদ্ধার করা হয়েছে। এ সময় চেয়ারম্যান মনিরুল ইসলাম উপজেলা পরিষদের অফিস কক্ষে ছিলেন না। অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা জানান, জেলা ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে ১৫-২০ জন কর্মী উপজেলা পরিষদে এসে চেয়ারম্যান মনিরুল ইসলামের গোপনীয় সহকারী শেখ বোরহান উদ্দিননের কাছ থেকে জোরপূর্বক চাবি নিয়ে চেয়ারম্যানের কক্ষ তালা মেরে চলে যায়। এসময় চাবি দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে চাবি নিয়ে চলে যান। এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম সাংবাদিকদের বলেন, আমি ওই সময়ে ডিসি অফিসে মিটিংয়ে ছিলাম। বিষয়টি পুলিশকে অবগত করেছি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনকন্ঠকে বলেন, শুনেছি ছাত্রলীগের নেতাকর্মীরা তালা মেরে দিয়েছে। এ সময় আমি অফিসে ছিলাম না। এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে মন্তব্য করেন তিনি। সদর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×