ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে মজুরি বেশি দিয়েও মিলছে ধান রোপা শ্রমিক

প্রকাশিত: ২৩:১০, ২৫ জানুয়ারি ২০১৮

দিনাজপুরে মজুরি বেশি দিয়েও মিলছে ধান রোপা শ্রমিক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের কৃষকরা। কয়েক দিনের শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় বোরো আবাদ রোপণে কিছুটা বিলম্ব হচ্ছে। সেই সঙ্গে ধান রোপা শ্রমিক নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। মজুরি বেশি দিয়েও মিলছে না শ্রমিক। শীতকে উপেক্ষা করে জমি প্রস্তুতে পানি সেচ আর হাল চাষ চলছে কৃষকদের। দিনভর ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কৃষি উপকরণ ও সারের দাম বাড়িয়ে দিয়েছে। হঠাৎ সারের দাম বেড়ে যাওয়ায় শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। চাষিরা বলছেন, শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে এবং বিদ্যুৎ সরবরাহ ঠিকমতো থাকলে সুষ্ঠুভাবে ফসল ঘরে তুলতে পারবেন। এদিকে, বোরো চাষে মাঠে মাঠে সেচ ও হাল চাষে ব্যস্ত চাষিরা। ঠান্ডা আর ঘন কুয়াশা উপেক্ষা করে চলছে কৃষকদের ব্যস্ততা। অন্যদিকে তৈরি জমিতে চারা রোপণ করা হচ্ছে। পাশাপাশি বোরো আবাদের সময় শ্রমিক সংকট দেখা দেয়ায় বৃদ্ধি পেয়েছে মজুরি। বিঘা প্রতি ৯০০ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত চুক্তিতে জমিতে ধান রোপণ করাচ্ছেন চাষিরা। আবার অনেকে ৩০০ টাকা দিনমজুরি দিয়েও শ্রমিক নিচ্ছেন। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক গোলাম মোস্তফা বলেন, শৈত্যপ্রবাহ চলায় রোবো চাষে কিছুটা বিলম্ব হচ্ছে। অতিরিক্ত শীতের মধ্যে জমিতে চারা রোপণ না করতে কৃষকদের নিরুৎসাহিত করা হচ্ছে। এতে চারা মরার হারটা বেড়ে যায়। এছাড়া কিছু বীজতলার ক্ষতি হয়েছে। শীতের হাত থেকে বীজতলা রক্ষা করতে কৃষকদের পলিথিন ব্যবহার করতে পরামর্শ দেয়া হয়েছে। তিনি বলেন, সার পর্যাপ্ত থাকার পর কিছু দোকানে কৃষকদের কাছ থেকে অনিয়ম করে দাম বেশি নেয়া হচ্ছে। কৃষি বিভাগ থেকে মনিটরিং করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
×