ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২৪ ওভারে বাংলাদেশ ৮২ রানে অলআউট

প্রকাশিত: ২১:৩৬, ২৫ জানুয়ারি ২০১৮

২৪ ওভারে বাংলাদেশ ৮২ রানে অলআউট

অনলাইন ডেস্ক ॥ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ষষ্ঠ ও শ্রীলঙ্কার বিপক্ষে ফিরতি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।২৪ ওভারে বাংলাদেশ ৮২ রানে অলআউট হয়ে গেছে দলটি । এখন ৮৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করবে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ২৬ রান মুশফিকের । শ্রীলঙ্কার বোলারদের পক্ষে লাকমল ৩, সান্দাকান ২, পেরেরা ২ ও চামেরা ২ উকেট পেয়েছেন । সাকিব হয়েছেন রান আউট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দেখায় আগে ব্যাটিং করে বাংলাদেশ পেয়েছিল ওয়ানডেতে নিজদের সবচেয়ে বড় জয়। ৩২১ রানের লক্ষ্য দিয়ে জিতেছিল ১৬৩ রানে। গ্রুপপর্বের শেষ এ ম্যাচটি জিতলে ফাইনালে উঠবে শ্রীলঙ্কা। হারলেও শ্রীলঙ্কার (-০.৯৮৯) ফাইনালে ওঠার পথ খোলা থাকবে তবে সে ক্ষেত্রে জিম্বাবুয়ের (-১.০৮৭) চেয়ে নিট রানরেটে এগিয়ে থাকত হবে দিনেশ চান্ডিমালের দলকে। ৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের পয়েন্ট ৪ করে।
×