ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুনের কথা স্বীকার

স্কুলছাত্র জিসান হত্যায় জড়িত দুই তরুণ গ্রেফতার

প্রকাশিত: ০৮:৪০, ২৫ জানুয়ারি ২০১৮

স্কুলছাত্র জিসান হত্যায় জড়িত দুই তরুণ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পূর্ব গোড়ানের স্কুলছাত্র জিসান হত্যাকা-ে দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলো শরীফুল (২২) ও শাহীন (১৯)। এই দু’জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তিপণের জন্য জিসানকে ধরে নিয়ে হত্যার কথা স্বীকার করেছে বলে র‌্যাবের কর্মকর্তারা জানিয়েছেন। র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ এমরানুল হাসান সাংবাদিকদের জানান, বুধবার সকালে শরীফুলকে রাজধানীর সিপাহীবাগ থেকে এবং বিকেলে শাহীনকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে জিসানের ব্যবহৃত মোবাইলটি পাওয়া গেছে। পূর্ব গোড়ানের রিক্সা গ্যারেজ মালিক মোফাজ্জেল হোসেনের ছেলে মোঃ জিসান (১৩) স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। দাওয়াত খেতে যাওয়ার কথা বলে গত শুক্রবার দুপুরের পর বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে। ওই দিনই জিসানের মোবাইল থেকে ফোন করে ১৪ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় জানিয়ে পরদিন খিলগাঁও থানায় জিডি করেন তার বাবা। সোমবার পাশের বাড্ডা থানার আফতাবনগরের একটি ঝিলে জিসানের লাশ ভেসে ওঠে। মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে গিয়ে সন্তানের লাশ শনাক্ত করেন মোফাজ্জেল হোসেন। র‌্যাব কর্মকর্তা এমরানুল হাসান বলেন, জিসানকে হত্যার বিষয়টি জানার পর তদন্ত শুরু করেন তারা। হত্যাকারীদের একজন সিপাহীবাগ এলাকায় অবস্থান করছে জানতে পেরে সকালে সেখানকার একটি বস্তিঘর থেকে শরীফুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই সে হত্যার কথা স্বীকার করে জানায় তার সঙ্গে আরেকজন ছিল। তার দেয়া তথ্যের ভিত্তিতে গাইবান্ধার ফুলছড়ি থেকে শাহীনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে শরীফুলের দেয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাব-৩ অধিনায়ক বলেন, ওই ঝিলের কাছেই জিসানকে হত্যা করা হয়। অপহরণের পরপরই তাকে সেখানে নিয়ে গলায় দুই দফা মাফলার পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে চারটি ইট বেঁধে ঝিলে ফেলে দেয়। মুক্তিপণ চাওয়ার আগেই তাকে হত্যা করা হয়েছে না মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয় সে বিষয়ে স্পষ্ট হতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।
×