ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

প্রকাশিত: ০৮:১৮, ২৫ জানুয়ারি ২০১৮

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৬টি পাটকলের শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। বুধবার সন্ধ্যায় খুলনার যুগ্ম শ্রম পরিচালকের দফতরে জনপ্রতিনিধি, বিজেএমসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও শ্রমিক নেতাদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে মজুরি প্রদানের আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকনেতারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। গত ২৮ ডিসেম্বর থেকে পাটকলগুলোতে শ্রমিকরা কর্মবিরতি পালন করে আসছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা আবার কাজে যোগ দেবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় আগামী রবিবার খুলনার ক্রিসেন্ট ও প্লাটিনাম জুবিলি জুট মিলে ৩ সপ্তাহের, আলিম জুট মিলে ১ সপ্তাহের, স্টার ও ইস্টার্ন এবং যশোরের নওয়াপাড়ার জেজেআই জুট মিলে ২ সপ্তাহের বকেয়া মজুরি প্রদান করা হবে। পর্যায়ক্রমে বকেয়া সব মজুরি প্রদান করা হবে বলে বৈঠকে আশ্বাস দেন প্রকল্প প্রধানরা। এর পরিপ্রেক্ষিতে পাটকল শ্রমিক নেতারা কর্মবিরতি প্রত্যাহারে রাজি হন। বৈঠকে খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, বিজেএমসির আঞ্চলিক সমন্বয়কারী গাজী শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যুগ্ম শ্রম পরিচালক, ৬টি পাটকলের প্রকল্প প্রধান এবং সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
×