ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে পুলিশ ও গ্রামবাসী সংঘর্ষ, গুলিতে নিহত ১

প্রকাশিত: ০৭:৪৩, ২৫ জানুয়ারি ২০১৮

সীতাকুণ্ডে পুলিশ ও গ্রামবাসী সংঘর্ষ, গুলিতে নিহত ১

বিডিনিউজ ॥ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আসামি ধরতে যাওয়া পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারি তেলিপাড়ায় এই সংঘর্ষ হয় বলে হাইওয়ে পুলিশের বারো আওলিয়া থানার পরিদর্শক আহসান হাবিব জানিয়েছেন। সংঘর্ষে গুলিবিদ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর মোহাম্মদ সাইফুল (২২) নামে একজনের মৃত্যু হয় বলে মেডিক্যাল পুলিশ ফাঁড়ির নায়েক মোঃ হামিদ জানিয়েছেন। গুলিবিদ্ধ অপর দুজন ইমরান আলী জয় (১৯) ও কবির আহমেদ (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি। পরিদর্শক হাবিব বলেন, সীতাকুণ্ড থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানার আসামি ধরতে গেলে তাদের বাধা দেয় একদল গ্রামবাসী। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে গ্রামের লোকজন ভাটিয়ারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। আধাঘণ্টা পর তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়। সংঘর্ষ ও গুলিতে হতাহতের বিষয়ে জানতে সীতাকুণ্ড থানা পুলিশের কর্মকর্তাদের মোবাইলে ফোন করে তাৎক্ষণিকভাবে কারও সাড়া পাওয়া যায়নি।
×