ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৪, ২৫ জানুয়ারি ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা

বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় তৃতীয় অধ্যায় প্রস্তুতি-২, বহুনির্বাচনী-৩০ শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ১। পন্ড্রুদেশের দুকুল শ্যামবর্ণ এবং মণির মতো মসৃণ একথা কথা কে বলেছিলেন? (ক) ইবনে বতুতা (খ) কৌটিল্য (গ) স¤্রাট আকবর (ঘ) চন্ডিদাস। ২। চন্ডিমঙ্গল কাব্য কার লেখা ? (ক) আলাওল (খ) মুকুন্দ দাস (গ) কালিদাস (ঘ) মুকুন্দরাম। ৩। ধর্মমঙ্গল কে লিখেছেন ? (ক) ঘনরাম (খ) কালি প্রসহ্ন ঘোষ (গ) আলাওল (ঘ) রজনীকান্ত সেন । ৪। পন্ডিত হরপ্রদাস শাস্ত্রী কোন রাজ দরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন ? (ক) ভুটান রাজ দরবার (খ) নেপাল রাজ দরবার (গ) মোঘল রাজ দরবার ঘ) ভারত রাজ দরবার। ৫। সৃষ্টিশীল কিছু কিছু কাজে একটি জাতির চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওযা যায়,তাকে বলে- (র) ঐতিহ্য (রর) চারুকলা (ররর) শিল্পকলা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। নিচের অনুচ্ছেদটি পড় ৬ এবং ৭নং প্রশ্নের উত্তর দাও ঃ পল্লবী পৌষ মেলায় গিয়ে পোড়ামাটির বিভিন্ন ধরনের দ্রব্যাদি দেখল। তার বন্ধু সুপর্ণা বলল, তাদের গ্রামের একটি মন্দিরে পোড়ামাটির শিল্পকর্মে রামায়ণের কাহিনী উৎকীর্ন আছে। ৬। সুপর্ণার গ্রামের মন্দিরের সাথে কোন মন্দিরের সাদৃশ্য রয়েছে? (ক) কান্তজির মন্দির (খ) ঢাকেশ্বরী মন্দির (গ) রমনা কালী মন্দির (ঘ) লোকনাথ মন্দির। ৭। উক্ত মন্দির সম্পর্কে সঠিক তথ্য হলো- (র) দিনাজপুর জেলায় অবস্থিত (রর) রংপুর বিভাগে অবস্থিত (ররর) নওগাঁ জেলায় অবস্থিত। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। ৮। কোন সমাজে পুঁথি সাহিত্যের কদর ছিল ? (ক) হিন্দু (খ) মুসলমান (গ) বৌদ্ধ (ঘ) খ্রিষ্টান। ৯। আলাওলের কোন রচনাটি বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে আলোচিত ? (ক) পদ্মাবতী (খ) মনসাকাব্য (গ) ইউসুফ-জুলেখা (ঘ) ধর্মমঙ্গল। ১০। মঙ্গলকাব্য কাহিনীর বিষয়বস্তু হলো- (র) রোমান্টিক আখ্যান (রর) দেশীয় দেব-দেবীর কাহিনী (ররর) বাংলার সমাজচিত্র। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। ১১। ভারতের কোন অঞ্চলের সংস্পর্শে এসে হিন্দুস্তানি উচ্চাঙ্গ সংগীতের সাথে বাঙালি সংগীত সাধকদের পরিচয় ঘটে? (ক) পশ্চিম (খ) পূর্ব (গ) দক্ষিণ (ঘ) উত্তর। ১২। শিল্পকলায় ফুটে ওঠে- (র) জাতির চিন্তাশীলতা (রর) জাতির ভাবধারা (ররর) জাতির সৃজনশীলতা। নিচের কোনটি সঠিক (ক) রও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৩। পোড়ামাটির শিল্পের ক্ষেত্রে বলা যায়- (র) মাটির ফলক পুড়িয়ে বানানো (রর) অপর নাম শিরাবান্দ (ররর) কান্তজির মন্দিরে দেখা যায়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ১৪। সাধারণত কোন গানের আসরটি শহরাঞ্চলে বসত ? (ক) খেউড় (খ) গম্ভীরা (গ) ভাটিয়ালি (ঘ) মুর্শিদি। ১৫। কীর্তন গান কোন সমাজে হয় ? (ক) বৌদ্ধ (খ) খ্রিষ্টান (গ) হিন্দু (ঘ) শিখ। ১৬। তালপাতার পুঁথির ক্ষেত্রে প্রযোজ্য হলো- (র) সেন যুগের শিল্পকর্ম (রর) দেশীয় রঙ দিয়ে আঁকা ছবি (ররর) বৌদ্ধ ধর্মশাস্ত্রের গ্রন্থ। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর । ১৭। কে বাংলা সাহিত্যকে শোভন ও সন্দরভাবে পূর্ণতা দিয়েছেন ? (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গ) মীর মোশারফ হোসেন (ঘ) জসীম উদ্দীন। ১৮। সজল বৈরাগী হিন্দু সম্প্রদায়ের। কামাল সজলের বাড়িতে গেলে কোন গানটি শোনার সম্ভাবনা রয়েছে- (ক) মুর্শিদি (খ) ভাওয়াইয়া (গ) কীর্তন (ঘ) গজল। ১৯। বাংলার সাধারণ মানুষ কীসের মাধ্যমে আধ্যাত্মিক সাধনা করেছে? (ক) পুঁথি পাঠ (খ) গানের (গ) কবিতা (ঘ) উপন্যাসের। ২০। বাংলায় নতুন নতুন গান সৃষ্টি হয়েছে- (র) কৃষকের দ্বারা (রর) আধ্যাত্মিক সাধকের দ্বারা (ররর) মাঝিদের দ্বারা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র ও রর। ২১। কোন গান হিন্দু-মুসলমান সকলেই গেয়ে থাকেন? (ক) ভাটিয়ালী (খ) কীর্তন (গ) উচ্চাঙ্গ সঙ্গীত (ঘ) চর্যাপদ। উত্তর ঃ ১(খ), ২(ঘ), ৩(ক), ৪(খ), ৫(ঘ), ৬(ক), ৭(ক), ৮(খ), ৯(ক), ১০(খ), ১১(ঘ), ১২(ঘ), ১৩(গ), ১৪(ক), ১৫(গ), ১৬(খ), ১৭(ক), ১৮(গ), ১৯(খ), ২০(ঘ), ২১(ক)।
×