ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সব্যসাচী দাশ

আসছে আরিফিনের শুভদিন

প্রকাশিত: ০৬:৪১, ২৫ জানুয়ারি ২০১৮

আসছে আরিফিনের শুভদিন

গত বছর আরিফিন শুভর সিনেমা হলে মুক্তি পেয়েছে তিনটি। ‘প্রেমী ও প্রেমী’ ‘ধ্যাততিরিকি’ এবং ব্লক বাস্টার ‘ঢাকা অ্যাটাক’। তার অভিনীত সবগুলো সিনেমাই ছিল গেল বছরের আলাদা আলাদা সময়ের আলোচিত অধ্যায়। বিশেষ করে দিপংকর দীপনের থ্রিল গল্পের ‘ঢাকা অ্যাটাক’ ছিল সব থেকে আলোচিত! এই সিনেমার আকাশ ছোঁয়া সাফল্যের মধ্য দিয়ে শুভ নিজেকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। ঢাকা এ্যাটাকের পর থেকে দেশে এবং দেশের বাইরে তাকে নিয়ে যত আলোচন হয়েছে বা হচ্ছে সবই তার ক্যারিয়ারের জন্য আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যত রচনা করছে। এই ধারাবাহিকতায় বছরের শুরুতেই তাকে নিয়ে চলছে একাধিক সিনেমার খবর। আসছে মাসের দুই তারিখ শুভর জন্মদিন। এক রকম তার জন্মদিনকে ইভেন্ট করে এই দিন মুক্তি পেতে যাচ্ছে, জাকির হোসেন রাজুর সিনেমা ‘ভালো থেকো’। সিনেমার প্রযোজক জাহিদ হাসান অভি জানিয়েছেন, সিনেমার নায়ক শুভর জন্মদিনকে উপলক্ষ করে এই সিনেমার মুক্তির দিন ঠিক করা হয়েছে। সিনেমা সম্পর্কে শুভ এক সাক্ষাতকারে জানিয়েছে, ‘ভালো থেকো’ একটি মানবিক গল্পের সিনেমা। গল্পটি আপনাদের সবাই কে ভাবনার সাগরে ফেলে দেবে। অন্যদিকে ছবির পরিচালক রাজু স্যার ভীষণ যতেœ কাজটি শেষ করেছেন। এই সিনেমায় শুভকে একজন স্থাপত্যশিল্পীর চরিত্রে দেখা যাবে। আর নায়িকা তানহাকে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর চরিত্রে। এছাড়া বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে তার অভিনীত আর এক আলোচিত সিনেমা ‘একটি সিনেমার গল্প’। চিত্রনায়ক আলমগীর পরিচালিত এই সিনেমা নিয়ে ইতোমধ্যে জানা শোনা হয়েছে অনেক। সিনেমার অন্যমত আর্টিস ভারতীয় গুণী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত দীর্ঘদিন ঢাকায় থেকে কাজ শেষ করেছেন। ছবির স্যুটিং, ডাবিং এডিটিং সবই এখন শেষ। খুব শীঘ্রই সেন্সরের জমা পরবে। গেল বছর, যখন এই সিনেমার কাজ পুরোদমে চলছিল, তখন বেশ জোরে শোরেই চলছিল মিডিয়া কভারেজ! বিশেষ করে, সে সময় ঋতুপর্ণাকে নিয়ে অনেক নিউজ কভার হয়েছে। এই সিনেমা সম্পর্কে শুভ বলেন, জীবনে প্রথম আলমগীর স্যারের সঙ্গে কাজ করেছি। এটা আমার জন্য এবং আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় প্রাপ্তি বলে আমি মনে করি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি নিজের চরিত্রে সবটুকু দিতে। বাকিটা দর্শক বিচার কববে। সবমিলিয়ে ২০১৮ সালে তার অভিনীত সিনেমার তালিকায় ‘একটি সিনেমার গল্প’র নাম বেশ জোরের সঙ্গে উচ্চারণ হবে এবং দর্শক জয় করবে বলে, তিনি আশা করেন। সম্প্রতি শুভর জন্য ভাল খবর হলো, ভারতীয় নির্মাতা অরিন্দম শীলের ‘বালিঘর ছবিতে অভিনয় করছেন। তার সঙ্গে অভিনয় করছেন বাংলাদেশের আর এক গুণী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ‘বালিঘর’ যৌথ প্রযোজনার সিনেমা। বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনস আর ভারতের নাথিং বিয়ন্ড সিনেমা। শুভ, তিশা ছাড়াও বাংলাদেশ থেকে আরও থাকছেন নওশাবা। সিনেমার পরিচালক অরিন্দম শীল শুভ সম্পর্কে জানান, শুভ মধ্যে অসম্ভব সম্ভাবনা আছে। পরিচালক হিসেবে আমার যা বিদ্যা-বুদ্ধি আছে, তাতে আমি বলতে চাই শুভ একজন ভাল অভিনেতা। আমি তাকে ছবিতে নিয়েছি অভিনয়গুণের কারণেই। আরিফিন শুভর জন্ম ১৯৮২ সালের ২ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার ভালুকা থানায়। একটি সাধারণ পরিবারে। চলচ্চিত্রে কাজ করার প্রবল ইচ্ছা ছিল তার সব সময়। শেষে এই সেক্টরে ক্যারিয়ার গড়ার জন্য বাড়ি থেকে ঢাকায় চলে আসেন। অনেক চড়াই-উতরাই শেষে ২০১০ সালে কাজ করেণ ‘জাগো’ নামের সেই সময়ের সফল এক সিনেমায়। এর পর মোটামুটি অল্প বিরতিতে করে ফেলেন, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘অগ্নি’, ‘ছায়াছবি’, ‘মন বোঝে না’, ‘কাঁটাতার’, ‘ছুয়ে দিলে মন’, ‘ওয়ার্নিং’, ‘মুসাফির’সহ আরও বেশ কিছু সিনেমা সঙ্গে ‘ঢাকা এ্যাটাকের মত সফল সিনেমা। শুভ সিনেমায় দীর্ঘ আট বছর দক্ষতার সঙ্গে অভিনয় করে অগণিত দর্শকের হৃদয় স্পর্শ করেছেন। চলছে বছর ভালো থোকে, একটি সিনেমার গল্প, মৃত্যুপুরী, ডিটেকটিভ মতো আলোচিত সিনেমায় তাকে দেখা যাবে। গেল বছর সার্বিকভাবে আমাদের চলচ্চিত্র শীল্পের জন্য খুব একটা ভাল না গেলেও শুভর ইমেজ ছিল ইতিবাচক। তার পরিশ্রমী মনোভাব, পেশাগত কাজের ব্যাপারে একরকম নো কম্প্রোমাইজ তাকে আলাদা করেতে সক্ষম হয়েছে।
×