ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাথাবিহীন বাছুর প্রসব

প্রকাশিত: ০৬:৩৪, ২৫ জানুয়ারি ২০১৮

মাথাবিহীন বাছুর প্রসব

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৪ জানুয়ারি ॥ বিভিন্ন সময় নানা জায়গায় গৃহপালিত পশুর পেটে নানা আকৃতির বাচ্চা জন্ম নেয়ার ঘটনা ঘটেছে। কিন্তু এবার গরুর পেটে আজব আকৃতির বাছুর জন্ম পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শংকরভাগ গ্রামের রনজিৎ তেলীর বাড়িতে। রনজিৎ তেলী জানান, মঙ্গলবার রাতে তার অস্ট্রেলিয়ান জাতের একটি গাভী গর্ভবস্থায় মাটিতে পড়ে যায়। এতে নষ্ট হয়ে যায় গাভীর পেটে থাকা বাচ্চা। পরে বুধবার বিকেলে গাভীটিকে প্রসব করার সময় উপস্থিত সকলের চোখ কপালে ওঠে। গাভীটিকে প্রসব করানোর পরে সেখানে উপস্থিত সকলেই লক্ষ্য করেন যে, সদ্য প্রসূত বাছুরটির চার হাত-পা ও দুই কান থাকলেও মাথার জায়গায় মাথা নেই। মস্তিষ্কের স্থলে কিছুটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছিল। ডিম উৎসব স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ভাড়ইমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার দুপুরে ডিম উৎসবের আয়োজন করা হয়। শিশুদের প্রাণিজ আমিষ, ডিমের চাহিদাপূরণ ও পুষ্টির যোগান দিতেই মূলত ডিম উৎসবের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক এসএম রবিউল ইসলামসহ স্থানীয় পোল্ট্রি চাষীরা এ দু’ বিদ্যালয়ের এক হাজার তিন শ’ শিক্ষার্থীকে একটি করে মুরগীর বয়েল ডিম প্রদান করেন। ডিম উৎসবের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সুগারক্রপ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আমজাদ হোসেন। রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ সাইদুল ইসলাম মান্না সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।
×