ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রুয়েটে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৬:৩৩, ২৫ জানুয়ারি ২০১৮

রুয়েটে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ১০ নেতাকর্মী আহত হন। এদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে রুয়েটের আবদুল হামিদ হলে সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান অপুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়। নগরীর মতিহার থানার ওসি বলেন, নেশা করে হলে মাতলামি করাকে কেন্দ্র করে সভাপতির সমর্থকদের সঙ্গে সাধারণ সম্পাদকের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে নেশাগ্রস্তরা হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাতেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে চার জনকে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আহতদের অধিকাংশই সভাপতির সমর্থক বলে জানা গেছে। অস্ট্রেলিয়ার ডিকেন ভার্সিটির ভিডিও কনফারেন্স সম্প্রতি বাংলাদেশের নির্বাচিত কয়েক সাংবাদিকদের সঙ্গে একটি বিশেষ ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন অস্ট্রেলিয়ার ডিকেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক জেইন ডেন হল্যান্ডার এবং প্রেসিডেন্ট, রাভনিত পভা ডেপুটি ভাইস-প্রেসিডেন্ট (গ্লোবাল) এবং সিইও-দক্ষিণ এশিয়া। বর্তমানে ডিকেন ইউনিভার্সিটিতে ১০০ এর বেশি বাংলাদেশী ছাত্র-ছাত্রী পড়াশুনা করছেন। ডিকেন ইউনিভার্সিটি তাদের অভিজ্ঞতার আলোকে বিদেশী ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য নানা ধরনের স্কলারশিপ প্রদান করছে। ক্যাম্পাসে অধ্যায়নরত বিদেশী ছাত্র-ছাত্রীদের মেধানুযায়ী স্কলারশিপ প্রদান করা হয়।বাংলাদেশী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় অধ্যাপক জেইন ডেন হল্যান্ডার বিদেশী ছাত্র-ছাত্রীদের জন্য একটি ১০০% ভাইস চ্যান্সেলর স্কলারশিপ প্রদানের ঘোষণা দেন, যা ডিকেন ইউনিভার্সিটি আন্ডার গ্র্যাজুয়েট অথবা পোস্ট-গ্র্যাজুয়েট প্রোগামে বাংলাদেশের অসাধারণ মেধাবী ছাত্র-ছাত্রীকে এই স্কলারশিপ প্রদান করবে। এ ছাড়াও বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের ২০% থেকে ২৫% পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হবে। -বিজ্ঞপ্তি।
×