ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে টাকার জন্য স্ত্রীকে হাতুড়ি পেটা

প্রকাশিত: ০৬:৩২, ২৫ জানুয়ারি ২০১৮

বাউফলে টাকার জন্য স্ত্রীকে হাতুড়ি পেটা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৪ জানুয়ারি ॥ ব্যবসার জন্য টাকা চেয়ে না পেয়ে অঞ্জনা রানী (৩০) নামের এক গৃহবধূকে হাতুড়ি পেটা করে পা ভেঙ্গে দেয়া হয়েছে। নির্যাতনের হাত থেকে রক্ষা পায়নি পাঁচ বছর বয়সের শিশু প্রান্ত। তার বাবা পরিমল শীল ব্লেড দিয়ে আঙ্গুল কেটে দিয়েছে। বর্তমানে ওই গৃহবধূ বাউফল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অঞ্জনা রানী জানান, বিয়ের পর থেকেই স্বামী পরিমল চন্দ্র শীল ব্যবসার নামে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে আসছিল। তার বাবা ফরেশ্বর চন্দ্র শীল একজন নিম্ন আয়ের মানুষ। খেয়ে না খয়ে কোন রকম দিন যাপন করছেন। ঘটনার দিন সোমবার বিকেলে বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের হনুয়া গ্রামে শ্বশুর বিজয় শীলের বাড়িতে বসে টাকার জন্য পরিমল শীল তাকে শরীরের বিভিন্ন জায়গায় হাতুড়ি পেটা করে। এ সময় তার শাশুড়ি মায়া রানীও তাকে চুলের মুঠি ধরে চড় থাপ্পড় মারে। একপর্যায়ে টেনে হেঁচড়ে মাটিতে ফেলে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার ডান পা ভেঙ্গে দেয়। তার শিশু সন্তান প্রান্ত মায়ের এ অবস্থা দেখে তাকে জড়িয়ে ধরলে পাষ- বাবা পরিমল তাকেও মারধর করে এবং ব্লেড দিয়ে ডান হাতের দুইটি আঙ্গুল কেটে দেয়। এরপর সন্ধ্যার দিকে অঞ্জনা রানী ও তার ছেলে প্রান্তকে একটি ভ্যানযোগে বাড়ি থেকে ৩-৪ মাইল দূরে গোপালিয়া খেয়াঘাট এলাকায় ফেলে যায়। স্থানীয় কয়েকজনের সহায়তায় অঞ্জনা রানী সেখান থেকে খেয়া পার হয়ে ওপারে কাছিপাড়া আসেন। রাত ৯টার দিকে আরেকটি ভ্যান গাড়িযোগে বাবার বাড়ি বাউফলের মদনপুরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে চলে আসেন এবং ওই দিন রাত ১১টায় তাকে বাউফল হাসপাতালে এনে ভর্তি করা হয়। গ্রিন ভার্সিটিতে নবীনবরণ রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মিরপুর শেওড়াপাড়ার ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মোঃ শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, অধ্যাপক ড. মোঃ ফয়জুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি।
×