ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গলাচিপায় দয়াময়ী মেলায় মানুষের ঢল

প্রকাশিত: ০৬:৩১, ২৫ জানুয়ারি ২০১৮

গলাচিপায় দয়াময়ী মেলায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার সুতাবাড়িয়া নদীর পশ্চিম তীরে বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী দয়াময়ীর মেলা। গত আড়াই শ’ বছর ধরে দয়াময়ী মন্দির ঘিরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এক সময়ে মাসব্যাপী মেলা হতো। এখন এটি একদিনে নেমে এসেছে। কিন্তু এর ঐতিহ্যে টান পড়েনি। ভোর রাত থেকেই মেলা প্রাঙ্গণে নামে মানুষের ঢল। যা গভীর রাত পর্যন্ত অব্যাহত ছিল। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কাছে দেবী কালী দয়াময়ীরূপে পরিচিত। শিব ও দয়াময়ীর পূজার মধ্যে দিয়ে মেলার শুভ সূচনা হয়। একদিকে রাত পর্যন্ত চলে ভক্তদের পূজা অর্চনা ও প্রসাদ গ্রহণ এবং অন্যদিকে মন্দিরের সামনে বিশাল মাঠ জুড়ে চলে মেলা। দয়াময়ীর মেলা স্থানীয়দের কাছে নানা ধরনের লোভনীয় মিষ্টিদ্রব্যের মেলা হিসেবেও পরিচিত। এদিন কয়েক শ’ মণ বিভিন্ন ধরনের মিষ্টি বিক্রি হয়। গাইবান্ধায় পিঠামেলা নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সদর উপজেলার তুলসীঘাটে ইম্পেরিয়াল স্কুল এ্যান্ড কলেজে দু’দিনব্যাপী গ্রামীণ ঐতিহ্য শীত উৎসব ও পিঠামেলা বুধবার থেকে শুরু হয়েছে। স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এ উপলক্ষে প্রতিষ্ঠান চত্বরে ১২টি স্টল খোলা হয়েছে। এ সমস্ত স্টলে মিউজিয়াম, কৃষি উপকরণ, সঙ্গীত শিক্ষার উপকরণ, গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ এবং ফুল ও ফল, চারু-কারুশিল্প এবং গৃহস্থালির উপকরণের আকর্ষণীয় প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া হরেক রকম পিঠাও প্রদর্শন করা হয়। তদুপরি দশম শ্রেণীর ছাত্রদের উদ্যোগে আজব গুহা নামে একটি রূপকথা এবং ভৌতিক রাজ্য গড়ে তোলা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকরাই স্বতঃস্ফূর্তভাবে এসব উপকরণ প্রদর্শন করে। স্থানীয় সর্বস্তরের মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এসব প্রদর্শনী উপভোগ করেন। শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের একটি র‌্যালির মাধ্যমে এই গ্রামীণ ঐতিহ্য শীত উৎসব ও পিঠামেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মামুনুর রশীদ, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাহফুজা মামুন কাফিয়া প্রমুখ।
×