ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৬:৩০, ২৫ জানুয়ারি ২০১৮

ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৪ জানুয়ারি ॥ বুধবার বসন্ত কুমারী গোপাল চন্দ্র সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের (বিকেজিসি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মনীষ চাকমা। বিশেষ অতিথি ছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা সাক্ষী-ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার ও হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, জেলা শিক্ষা অফিসার অনল কুমারসহ স্কুলের সাবেক প্রধান শিক্ষকগণ। বিকেলে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এডিসি জেনারেল মোঃ ফজলুর রহমান পাভেল। পুরোহিত প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৪ জানুয়ারি ॥ বুধবার দুপুরে সেবাশ্রম সংঘের মিলনায়তনে পুরোহিত ও সেবাইতদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত, সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ‘ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ’ ও ‘সামাজিক মূল্যবোধ’ শীর্ষক পৃথক দুটি প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক মিজানুর রহমান। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এসআরএস সিপিএস কার্যক্রমের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা সিধেন চন্দ্র সিংহের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী কবি ও প্রাবন্ধিক গুরুদাস দত্ত বাবলু ও অধ্যাপক (অব) প্রণব রঞ্জন বসাক। সকাল ১০টায় ‘সামাজিক মূল্যবোধ’ বিষয়ে পৃথক কর্মসূচীতে সভাপতিত্ব করেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পলাশ চন্দ্র মণ্ডল।
×