ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

ডোমারে দুইপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশিত: ০৬:২৯, ২৫ জানুয়ারি ২০১৮

ডোমারে দুইপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান একরামুল হকের বিরুদ্ধে ১১ ইউপি সদস্যের অনাস্থা প্রস্তাব দাখিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। বুধবার বেলা আড়াইটার দিকে সংশ্লিষ্ট ইউনিয়নের পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ইউপি সদস্যরা বৃহস্পতিবার সকালে ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীর ডাক দেয়। এদিকে এ নিয়ে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। জানা যায়, উক্ত ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হকের বিরুদ্ধে ১১ ইউপি সদস্য মঙ্গলবার বিকেলে ছয়টি অভিযোগ উত্থাপন করে অনাস্থা প্রস্তাবসহ একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসকের কাছে প্রদান করেন। ইউপি সদস্যরা জানান, চেয়ারম্যান একরামুল হক ইউনিয়নের হাট ইজারার ২০১৬-১৭ অর্থবছরের দুই লাখ টাকা, গোসাইগঞ্জ বাজারে গণশৌচাগার নির্মাণের এক লাখ টাকা, বিভিন্ন সময়ের কাবিটা প্রকল্পের টাকা ও সোলার আত্মসাৎ করেছেন। এছাড়া ইউনিয়ন পরিষদের পশু বিক্রির রশিদ ভারতীয় গরু চোরাকারবারিদের কাছে গোপনে বিক্রি, সরকারী খাদ্য গুদামে ধান ও গম বিতরণের স্লিপ প্রকৃত কৃষকদের না দিয়ে কালোবাজারে বিক্রি, গরিব শীতার্তের জন্য সরকারের দেয়া কম্বল বিতরণ না করে আত্মসাৎ ও ইউনিয়ন পরিষদের ভেতরে মাদকাসক্ত বন্ধুদের নিয়ে তিনি মাদকের আসর বসান।এলাকার সাধারণ মানুষজন জানায়, ইউপি চেয়ারম্যান মদ পান করে মাতলামি করেন। তাকে মদ ছাড়াতে আমরা ভোটে দাঁড় করিয়ে চেয়ারম্যান বানিয়েছে। তিনি তো মাদক ও মদ না ছেড়ে তা বেশি বাড়িয়ে দিয়ে মাতলামি করছে। এমন চেয়ারম্যান আমাদের লাগবে না। সে ইউনিয়নটাকে নষ্ট করে দিচ্ছে। অপরদিকে উক্ত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সহিদুল হোসেন লিটন বলেন, ‘এসব অনিয়মের বিষয়ে একাধিবার আমরা চেয়ারম্যানকে বলেছি। কিন্তু তিনি আমাদের কোন কথার গুরুত্ব দেন না।
×