ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুব বিশ্বকাপ ক্রিকেট

শেষ চারে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

প্রকাশিত: ০৬:২৬, ২৫ জানুয়ারি ২০১৮

শেষ চারে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ দল নিজেদের সেরা সাফল্য পেয়েছিল দুই বছর আগে দেশের মাটিতে আয়োজিত অনুর্ধ-১৯ বিশ্বকাপে। সেবার সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশের যুবারা। এবার আরেকবার শেষ চারে ওঠার লড়াই। তবে ২০১৬ যুব বিশ্বকাপের দলটির চেয়ে কিছুটা শক্তিমত্তায় পিছিয়ে থাকা দলটি গ্রুপপর্বে ‘সি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সুপার লীগের কোয়ার্টার ফাইনালে ওঠে। সেই কারণে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে বাংলাদেশ সময় অনুসারে শুক্রবার ভোরে (৩টা ৩০ মিনিট) মুখোমুখি হতে হবে। তিন ম্যাচেই প্রতিপক্ষদের বিধ্বস্ত করা ভারত অন্যতম ফেবারিট চলতি আসরে। ম্যাচটি নিউজিল্যান্ডের কুইন্সটাউনে জন ডেভিস ওভালে মুখোমুখি হবে দু’দল। স্কুল ফুটবল ফেস্টিভ্যালে বাফুফে সভাপতি স্পোর্টস রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার থেকে ‘শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল ফুটবল ফেস্টিভ্যাল’ বিএএফ শাহীন কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এতে ঢাকা শহরের ২২ ইংলিশ মিডিয়াম স্কুল ফুটবল দল অংশগ্রহণ করবে। আজ সকাল সাড়ে ১০টায় ফুটবল ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
×