ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৮ শিরোপা জিতে বার্সা ছাড়ছেন মাশ্চেরানো

প্রকাশিত: ০৬:২৬, ২৫ জানুয়ারি ২০১৮

১৮ শিরোপা জিতে বার্সা ছাড়ছেন মাশ্চেরানো

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ আট বছরের মায়াজাল ছিন্ন করে, ১৮টি শিরোপা জিতে বার্সিলোনা ছাড়ছেন আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার জ্যাভিয়ের মাশ্চেরানো। একদিন বাদেই স্প্যানিশ পরাশক্তি ক্লাব ছাড়ছেন ৩৩ বছর বয়সী এ ফুটবলার। ধারণা করা হচ্ছে, মাশ্চেরানো চাইনিজ সুপার লীগের ক্লাব হেবেই চায়না ফরচুনে পাড়ি জমাচ্ছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উদ্ধৃতিতে বিষয়টি প্রায় নিশ্চিত হওয়া গেছে। ২০১০ সালের আগস্টে দুই কোটি ৪০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে বার্সিলোনায় যোগ দিয়েছিলেন মাশ্চেরানো। সেই থেকে ন্যুক্যাম্পে আস্থার প্রতীক ছিলেন তিনি। কিন্তু এবার মায়া ছেড়ে এশিয়ায় আসছেন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৪১ ম্যাচ খেলা এ নির্ভরযোগ্য ফুটবলার। ইতোমধ্যে বার্সিলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্টোমেউ বিদায় জানিয়েছেন তাকে। অর্থাৎ বুধবার মাশ্চেরানোকে বিদায় জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। আর শুক্রবারই আনুষ্ঠানিকভাবে চীনে উড়াল দিতে পারেন সেন্টার ব্যাকেও খেলা এ ফুটবলার। পাশাপাশি আজ রাতে ন্যুক্যাম্প হতে যাওয়া কোপা ডেল’রে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে এস্পানিওলের বিপক্ষে ম্যাচে সমর্থকদের কাছ থেকে বিদায় নিবেন মাশ্চেরানো। বার্সার ইতিহাসে বিদেশী খেলোয়াড়দের মধ্যে লিওনেল মেসি, দানি আলভেস ও ফিলিপ কোকুর পর চতুর্থ সর্বোচ্চ ৩৩৪টি ম্যাচ খেলেছেন মাশ্চেরানো। এই সময় ক্লাবটির হয়ে জিতেছেন চারটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লীগসহ মোট ১৮টি শিরোপা। বার্সিলোনার ওয়েবসাইটে বলা হয়েছে, মাশ্চেরানো সাড়ে সাত বছর পর বার্সিলোনা ছেড়ে যাচ্ছেন। তবে পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বার্সার পক্ষ থেকে নিশ্চিত করে তার পরবর্তী গন্তব্য প্রসঙ্গে কিছু বলা হয়নি। তবে মিডিয়ার বদৌলতে নতুন ঠিকানার কথা প্রায় নিশ্চিত হওয়া গেছে। স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারবেলাতে প্রাক-মৌসুম অনুশীলনে এসেছে চায়না ফরচুন ক্লাব। ডিসেম্বরে আরেক কাতালান পত্রিকা স্পোর্ট জানিয়েছিল হেবেই আর্জেন্টাইন ডিফেন্ডারের সঙ্গে ১০ মিলিয়ন ইউরোর চুক্তি করেছে। অবশেষে সেটাই সত্যি হতে যাচ্ছে। বার্সায় দীর্ঘ সময়ে তিনি কাতালানদের হয়ে চারটি লা লিগা, দুটি কোপা ডেল’রে, দুটি চ্যাম্পিয়ন্স লীগ ও দুটি ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন। বার্সার হয়ে ৩৩৪টি ম্যাচে মাত্র একটি গোল করেছেন। ২০১৭ সালের এপ্রিলে ওসাসুনার বিপক্ষে ৭-১ গোলের জয়ের ম্যাচটিতে সতীর্থদের চাপে পড়ে স্পট কিক থেকে বার্সাকে গোল উপহার দেন। এটিই প্রিয় দলটির হয়ে একমাত্র গোল মাশ্চেরানোর। সুখস্মতি নিয়েই তাই কাতালান শিবির ছাড়ছেন আর্জেন্টাইন তারকা।
×