ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে আজ হারাতে আত্মবিশ্বাসী চান্দিমাল

প্রকাশিত: ০৬:২৪, ২৫ জানুয়ারি ২০১৮

বাংলাদেশকে আজ হারাতে আত্মবিশ্বাসী চান্দিমাল

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিন ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে দুই ম্যাচ জেতার পরই। এখন তাদের অপেক্ষা ফাইনালের প্রতিপক্ষের জন্য। এই মুহূর্তে রানরেটে এগিয়ে থাকায় পয়েন্ট সমান ৪ হলেও দুই নম্বরে থেকে জিম্বাবুইয়ের চেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা। আজ শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিতে পারলে ফাইনাল নিয়ে কোন শঙ্কাই থাকবে না। লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল দাবি করেছেন যে কোন দলকে হারাতে সক্ষম তারা এবং আজ বাংলাদেশের বিরুদ্ধেও জেতাই প্রধান লক্ষ্য তাদের। তবে এই মুহূর্তে অন্যতম শক্তিধর দল হিসেবে স্বাগতিকদের প্রশংসা করেছেন চান্দিমাল। চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচেই জিম্বাবুইয়ের কাছে ১২ রানে হারে শ্রীলঙ্কা। সেই ম্যাচের পরই নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন। এখন ফর্মে থাকা ওপেনার কুশল পেরেরাও ইনজুরিতে। এমনকি পেসার নুয়ান প্রদীপের ফিটনেস নিয়েও সমস্যা তৈরি হয়েছে। এ বিষয়ে চান্দিমাল বলেন, ‘গত দেড় বছর ইনজুরিই আমাদের দলের প্রধান বিবেচ্য বিষয়। যখন কেউ চোটে পড়ে তখন দলের সঠিক সমন্বয় দাঁড় করানো কঠিন হয়ে যায়। সে বিষয়ে আমরা শঙ্কায় আছি। তবে ছেলেদের ফিটনেস এবং আগ্রহ নিয়ে ফিরে আসা প্রয়োজন।’ প্রথম সাক্ষাতে বাংলাদেশের কাছে ১৬৩ রানের বড় ব্যবধানে হেরেছে লঙ্কানরা। সেটি ছিল তাদের কাছে লঙ্কানদের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। এরপরও আজ বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানালেন চান্দিমাল। তিনি বলেন, ‘বাংলাদেশ যখন তাদের ঘরের মাঠে খেলে তখন তারা দল হিসেবে সত্যিই ভাল। কৃতিত্বটা তাদের দিতেই হচ্ছে। এই টুর্নামেন্টে তারা অসাধারণ কিছু ম্যাচ খেলেছে। আপনি জানেন আমরা সবাই ভুল করতে পারি, ক্রিকেটটা এমনই। তবে আমাদের উচিত হবে দলের শক্তির জায়গাটি বুঝে খেলা। অবশ্যই আমরা যে কোন দলের সঙ্গে জিততে পারি। এ কথা আমি আগেও বলেছি। কালকেও (আজ) সেটাই আমাদের প্রধান লক্ষ্য।’ বাংলাদেশের কাছে হেরে হেলেও সুযোগ আছে লঙ্কানদের ফাইনালে ওঠার। হারলেও ব্যবধানটা কম হলে জিম্বাবুইয়ের চেয়ে নেট রানরেটে এগিয়ে থেকেই সেটা নিশ্চিত করবে তারা। এ বিষয়ে চান্দিমাল বলেন, ‘সত্যি কথা বলতে আমাদের ভাল খেলতে হবে এবং অন্য আট দশটা ম্যাচের মতোই। আমরা যে জায়গায় নিয়ন্ত্রণ রাখতে পারব শুধু ওটাতেই মনোনিবেশ করতে হবে। তাহলেই ফলাফল আমাদের পক্ষে আসবে এবং আমরা সেটাই করব। এ ধরনের টুর্নামেন্টে প্রথম দুটি ম্যাচ হেরে গেলে সবসময়ই কঠিন। কিন্তু কখনও কখনও এটা আপনাকে শক্তভাবে ফিরতে আত্মবিশ্বাস যোগাবে। দল হিসেবে আমরা ওভাবেই দেখছি এবং ভাল কিছু করে কাল (আজ) ফিরতে চাইছি।’ বদলে যাওয়া বাংলাদেশ এখন দলগতভাবেই বেশ শক্তিশালী হয়ে উঠেছে। কারণ এখন অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন যারা দীর্ঘ সময় ধরে খেলছেন। এ বিষয়ে চান্দিমাল বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই দলটা অসাধারণ। ওদের দারুণ কিছু খেলোয়াড় আছে; তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ। মূল ব্যাপার হলো সিনিয়র খেলোয়াড় হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। ৮-১০ বছর হলো আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। আমার মনে হয় এটাই তাদের বাড়তি সুবিধা। তারা সবাই অসাধারণ খেলছে।’
×