ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউনিসেফের বিবৃতি মিয়ানমারে ফেরত পাঠানোর আগে রোহিঙ্গা শিশুদের উন্নত নিরাপত্তা নিশ্চিত করা উচিত

প্রকাশিত: ০৬:০৫, ২৫ জানুয়ারি ২০১৮

ইউনিসেফের বিবৃতি মিয়ানমারে ফেরত পাঠানোর আগে রোহিঙ্গা শিশুদের উন্নত নিরাপত্তা নিশ্চিত করা উচিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর আগে মিয়ানমারে রোহিঙ্গা শিশুদের উন্নত নিরাপত্তা নিশ্চিত করা উচিত বলে মনে করে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। এসব শিশুর মানবিক সহায়তার সুযোগ যেন অবারিত থাকে, সেই দাবিও করেছে জাতিসংঘের এই সংস্থা। বুধবার কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ইউনিসেফের সহকারী নির্বাহী পরিচালক জাস্টিন ফোরসিথ এসব দাবি জানান। ইউনিসেফের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ফোরসিথ বলেন, ‘মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মধ্যে ৫৮ শতাংশই শিশু। সেখানে সন্ত্রাসী ঘটনা দেখার পর এখনও তারা ভীতসন্ত্রস্ত। রোহিঙ্গা পরিবার প্রত্যাবাসনের চুক্তিতে এসব শিশুর অধিকার ও প্রয়োজনের বিষয়টি অবশ্যই জোরালোভাবে থাকা দরকার। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অবশ্যই স্বেচ্ছাধীন, নিরাপদ ও সম্মানজনক হতে হবে।’ গত বছরের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়ন শুরু হলে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। এ পর্যন্ত ছয় লাখ ৮৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এর মধ্যে অর্ধেকের বেশি শিশু। জাস্টিন ফোরসিথ বলেন, বাংলাদেশ সংলগ্ন মিয়ানমার সীমান্তের গ্রামগুলোতে গত কয়েক দিনে আগুন ও গোলাগুলির বিভিন্ন সংবাদ পাওয়া গেছে। মিয়ানমারে শিশুদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত হ ওয়ার পরই প্রত্যাবাসনের আলোচনা হতে পারে।
×