ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিআরটিএর ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ০৬:০৪, ২৫ জানুয়ারি ২০১৮

বিআরটিএর ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায়

বিআরটিএর চারটি ভ্রাম্যমাণ আদালত রাজধানী ও এর আশপাশের এলাকায় বিভিন্ন অনিয়ম/অপরাধের অভিযোগে ৭৭ লাখ মামলায় ১ লাখ ১৫ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেছে। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনিবুর রহমান ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৮ মামলায় সাড়ে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম সাইনবোর্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৫ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার রমনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়মের অভিযোগে ২১ মামলায় ৬ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছেন। -বিজ্ঞপ্তি বিএসএমএমইউতে শীতবস্ত্র বিতরণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের (বিএসএমএমইউ) সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বুধবার গরিব ও দুঃস্থ রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন এ বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য ও রোগীকল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। আরও ছিলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল, বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আবু শাহীন, ডাঃ সমরেশ চন্দ্র সাহা, সহকারী পরিচালক ডাঃ বেলাল এইচ সরকার, মোঃ মোক্তার হোসেন, সুমন দাস, মোস্তাফিজুর রহমান নয়ন, সমাজসেবা অফিসার সীতারা ইয়াসমীন, রাজিয়া সুলতানা ও সাবেক সমাজসেবা অফিসার কামরুন নাহার ফেরদৌসী প্রমুখ। -বিজ্ঞপ্তি
×