ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চবিতে ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা ॥ আহত ১৫

প্রকাশিত: ০৬:০৩, ২৫ জানুয়ারি ২০১৮

চবিতে ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা ॥ আহত ১৫

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে দুই দফা হামলা চালিয়েছে ছাত্রলীগ। বুধবার দুপুর পৌনে একটা ও বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে ছাত্রজোটের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে চাকসু থেকে একটি মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এলে ছাত্রলীগ নেতা জিমেল, জুয়েলসহ ৩০ থেকে ৪০ নেতাকর্মী লাঠিসোটা নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিলকারীদের ব্যানার ছিনিয়ে নিয়ে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকে। এ ঘটনায় বেশ ছাত্রজোটের চার নেতাকর্মী আহত হন। এদিকে হামলার প্রতিবাদে বেলা পৌনে তিনটায় আবার একইস্থান থেকে মিছিল বের করে ছাত্রজোট। মিছিলটি আইটি ভবনের সামনে আসলে ফের হামলে পরে ছাত্রলীগ। এ সময় ছাত্রফ্রন্টের সাবেক আহ্বায়ক ফজলে রাব্বীসহ মিছিলে থাকা নেতাকর্মীদের বেধড়ক পেটাতে থাকে ছাত্রলীগের কর্মীরা। মিছিলে থাকা নারী কর্মীদের ওপরও হামলা চালায় তারা। ফজলে রাব্বী দৌড়ে পালাতে গিয়ে আরও কয়েক দফা মারধরের শিকার হন। এরপর প্রক্টর অফিসের সামনে গিয়ে লুটিয়ে পড়েন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। আহতদের মধ্যে মির্জা ফখরুল, ঋজু লক্ষ্মী, সায়মা আক্তার নিশু, আহমেদ কায়সার, আইরিন সুলতানার নাম জানা গেছে।
×