ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিয়ের প্রলোভনে সম্ভ্রমহানিতে তরুণীর আত্মহনন ॥ যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ০৬:০২, ২৫ জানুয়ারি ২০১৮

বিয়ের প্রলোভনে সম্ভ্রমহানিতে তরুণীর আত্মহনন ॥ যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিয়ের প্রলোভনে এক তরুণীর সম্ভ্রমহানি করে তাকে আত্মহননের পথে ঠেলে দেয়ার অপরাধে চট্টগ্রামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদ- প্রদান করেছে আদালত। দ-িত জানে আলম লোহাগাড়া উপজেলার জঙ্গলপদুয়া গ্রামের মোঃ নবীর পুত্র। বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোতাহির আলী এ রায় প্রদান করেন। একই রায়ে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদ- প্রদান করা হয়। দ-াদেশপ্রাপ্ত এ আসামি কারাগারে রয়েছে। আদালত সূত্রে। জানা যায়, জানে আলমের সঙ্গে তার মামাত বোন জোবেদা খাতুনের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভনে সে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার গর্ভপাত ঘটানো হয়। বিয়ের দাবি নিয়ে ২০০৭ সালের ৮ মার্চ জোবেদা জানে আলমের কাছে যান। সেখান থেকে মারধর করে তাড়িয়ে দেয়া হয়। প্রচ- মনোকষ্টে জোবেদা বিষপানে আত্মহননের পথ বেছে নেয়। এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন জোবেদার বাবা আহম্মদ মিয়া। ২০০৭ সালের ২৮ নবেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার কাজ শুরু হয়। আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন।
×