ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্যাতনের অভিযোগ

চট্টগ্রামে ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:৫৬, ২৫ জানুয়ারি ২০১৮

চট্টগ্রামে ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আটকের পর হেফাজতে রেখে এক যুবককে নির্যাতনের অভিযোগে ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোঃ নোমানের আদালতে মামলাটি দায়ের করেন নির্যাতিত যুবক ইয়াসিন আওয়াজ ভুঁইয়া রওনকের বড় ভাই ইয়াসিন সাখাওয়াত ভুঁইয়া। আদালত মামলাটি গ্রহণ করে তা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এবং ফাঁড়িতে দায়িত্বরত কনস্টেবল মাহবুবুর রহমান, ফিরোজ মিয়া, নায়েক হামিদুর রহমান, এএসআই শিলাব্রত বড়–য়া ও নায়েক আমির। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রামের ওমর গনি এমইএস কলেজের ছাত্র রওনককে চমেক হাসপাতাল এলাকা থেকে গত ২০ জানুয়ারি আহতাবস্থায় গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তার ওপর চলে অমানবিক নির্যাতন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনও করা হয়। সাদা পোশাকের পুলিশের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে তাকে আটক করা হয়। এরপর ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ পরিদর্শক জহিরুলের নির্দেশে তাকে বেধড়ক পেটায় পুলিশের অন্য সদস্যরা। নির্যাতনে তার হাত ভেঙ্গে যায়। আদালত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর রওনকের শরীরে আঘাতের বিষয়টি পরীক্ষা করার জন্য ৩ সদস্যের একটি বোর্ড গঠনের জন্য বলেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালকে। এছাড়া তদন্ত ও হাসপাতাল প্রতিবেদন ৩০ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে ।
×