ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোর-বেনাপোল সড়কের গাছ আপাতত কাটা হচ্ছে না

প্রকাশিত: ০৫:৫৫, ২৫ জানুয়ারি ২০১৮

যশোর-বেনাপোল সড়কের গাছ আপাতত কাটা হচ্ছে না

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী গাছগুলো আপাতত কাটা হচ্ছে না। গাছগুলো রেখে আপাতত সড়ক সংস্কার করা হবে। বেনাপোলের ওপারে ভারতের অংশে ভ্রমণ করে সেখানে কিভাবে গাছ রেখে সড়ক সম্প্রসারণ করেছে, তা দেখবে সড়ক বিভাগের কর্মকর্তারা। তারপর নতুন করে প্রকল্প তৈরি করা হবে। যশোর সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানিয়েছেন, যশোর-বেনাপোল মহাসড়ক সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেনাপোলের ওপারে ভারতীয় অংশের যে সড়কে গাছ রেখে সম্প্রসারণ করা হয়েছে, তা থেকে অভিজ্ঞতা নিয়ে এই সড়ক সম্প্রসারণ করা হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশোধিত এ প্রকল্প তৈরির কাজ শুরু করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আপাতত ২৭ কোটি টাকা ব্যয়ে যশোর-বেনাপোল মহাসড়কটি মেরামত ও মজবুত করা হবে। এ জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
×