ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে কৃষক আবুল হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ

প্রকাশিত: ০৫:৫৪, ২৫ জানুয়ারি ২০১৮

হবিগঞ্জে কৃষক আবুল হত্যা মামলায় ৭ জনের ফাঁসির  আদেশ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৪ জানুয়ারি ॥ হবিগঞ্জের কৃষক আবুল মিয়া হত্যা মামলায় সাতজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। দ-প্রাপ্তরা হলেন জেলার নবীগঞ্জ উপজেলাধীন দীঘলবাগ দাউদপুর গ্রামের মৃত আরাফত আলীর পুত্র বসির মিয়া ও মর্তুজ আলী, মর্তুজের ছেলে ফয়সল মিয়া, সজলু মিয়া, মঈনুল মিয়া, শিফা বেগম এবং আফসর আলীর পুত্র সুন্দর মিয়া। বুধবার এক জনাকীর্ণ আদালতে এই রায় দেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন। এ দিকে এই চাঞ্চল্যকর রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত কোন আসামিই নাকি কাঠগড়ায় উপস্থিত ছিলেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিগত ২০০৮ সালের ২২ জুন হবিগঞ্জের উপজেলা নবীগঞ্জের পল্লী দাউদপুরের মর্তুজ আলী ও তার লোকজন বাড়ির পাশের একটি হাওড়ে কৃষক আবুল মিয়াকে কুপিয়ে হত্যা করে। এ দিন রাতেই নিহত আবুলের ভাই সাদিক মিয়া বাদী হয়ে আটজনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ফলে তদন্ত শেষে পুলিশ আসামি মর্তুজ আলীর স্ত্রী চম্পা বেগমকে বাদ দিয়ে ওই সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে মামলার আইও। এরই প্রেক্ষিতে ১৪জন সাক্ষীর জবানবন্দী গ্রহণ শেষে আদালত ওই রায় ঘোষণা করেন। এই রায়ে নিহতের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল আহাদ ফারুক সাংবাদিকদের জানিয়েছেন।
×