ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরগুনায় বন্দুকযুদ্ধে ৩ জলদস্যু নিহত ॥ গোলাবারুদ ও সাত অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৩, ২৫ জানুয়ারি ২০১৮

বরগুনায় বন্দুকযুদ্ধে ৩ জলদস্যু নিহত ॥ গোলাবারুদ ও সাত অস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বরগুনা/ সংবাদদাতা, পাথরঘাটা, ২৪ জানুয়ারি ॥ র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সুন্দরবন কেন্দ্রিক জলদস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদাসহ তিন জলদস্যু নিহত হয়েছে। বুধবার সকালে পাথরঘাটার বলেশ্বর নদী সংলগ্ন পদ্মা গ্রামের মাঝেরচর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে সাত বন্দুকসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব। নিহতরা হলোÑ জলদস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদা ওরফে মিজান উদ্দীন প্যাদা, লিটন খন্দকার ও সাগর খান। র‌্যাব-৮ বরিশালের অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব জানান, সুন্দরবন কেন্দ্রিক জলদস্যু দমনের জন্য নিয়মিত অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর মাঝেরচরের নামক স্থানে অভিযান চালায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে জলদস্যু মুন্না বাহিনীর সদস্যরা। এ সময় আত্মরক্ষার জন্য র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। দু’পক্ষের বেশ কিছু সময় গুলি বিনিময়ের পর জলদস্যুরা পিছু হটলে ঘটনাস্থলে তল্লাশি করে গুলিবিদ্ধ তিনটি মৃতদেহ উদ্ধার করে র‌্যাব। এ সময় ঘটনাস্থল থেকে সাতটি বিদেশী বন্দুকসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব। তবে, কি কি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, তা জানাতে পারেননি তিনি। চুয়াডাঙ্গায় ডাকাত সর্দার নিহত ॥ নিজস্ব সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার ইমান আলী নিহত (৪০) হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, বোমা ও চাপাতি উদ্ধার করে পুলিশ। গতরাত (মঙ্গলবার দিবাগত রাত) ২টার দিকে উথলী ইউনিয়নের সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত ইমান আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হাটচাঁদপুর গ্রামের ফকর আলী ব্যাপারির ছেলে। সে আন্তঃজেলা ডাকাতদল চক্রের প্রধান এবং শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বোমাবাজি, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে। চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আহসান হাবীব জানান, জীবননগরের সন্তোষপুরে একটি আমবাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ডাকাতদল। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট দুই পক্ষের গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে ইমান আলীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় একটি শূটারগান, দুই রাউন্ড কার্তুজ, চারটি ককটেল ও পাঁচটি চাপাতি উদ্ধার করে পুলিশ।
×