ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ ৫ কোম্পানির

প্রকাশিত: ০৪:২৫, ২৫ জানুয়ারি ২০১৮

নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ ৫ কোম্পানির

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোম্পানিগুলো হলো: সোনারগাঁ টেক্সটাইল, মতিন স্পিনিং মিলস এবং ঢাকা ডায়িং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সোনারগাঁ টেক্সটাইল সম্পর্কে নিরীক্ষক বলেছে, কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে ইনভেন্টরির হিসাব বাংলাদেশ এ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (বিএএস-২) অনুযায়ী তৈরি করেনি। এছাড়া ইনভেন্টরির ক্ষেত্রে রেজিস্টার, বিন কার্ডে রেকর্ড রাখা, ইনভেন্টরির প্রকৃত অবস্থা, মূল্য এবং ডেমেজ স্টক এর হিসাব রাখার ওপর কোম্পানিকে গুরুত্ব দিতে হবে যাতে লোকসানের প্রভিশন রাখতে হবে নাকি হবে না সে বিষয়ে কোম্পানি সিদ্ধান্ত নিতে পারে। কোম্পানিটির নিরীক্ষক আরও জানিয়েছে, সোনারগাঁ টেক্সটাইলের ব্যবসায়িক কার্যক্রম ভালভাবে চালানোর জন্য তাদের স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণগুলো পরিশোধ করতে হবে। ইনকাম ট্যাক্সের প্রভিশন তাদের আর্থিক প্রতিবেদনে স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব কোম্পানি কর নির্ধারণ করতে হবে। মতিন স্পিনিং সম্পর্ক কোম্পানিটির নিরীক্ষক বলেছে, কোম্পানির আর্থিক প্রতিবেদনে প্রপার্টি, প্লান্ট এবং ইক্যুইপমেন্টের অবচয় ধরা হয়েছে। কিন্তু এ ফ্যাক্টরি বিল্ডিং, গোডাউন, ফার্নিচার এবং অফিস ইক্যুইপমেন্টের ওপর যে অবচয় নির্ধারণ করা হয়েছে তা বাংলাদেশ এ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়নি। ঢাকা ডায়িং সম্পর্কে কোম্পানিটির নিরীক্ষক বলেছে, কোম্পানিটির স্থায়ী সম্পদের পুনর্মূল্যায়ন করা হয়েছে ৬ বছর আগে, যার ফেয়ার ভ্যালু এখন নির্ধারণ করা প্রয়োজন হয়ে পড়েছে। কোম্পানিটির নেটওয়ার্কিং ক্যাপিটাল নেগেটিভ, অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ, অপারেটিং/গ্রস প্রফিট নেগেটিভ। এগুলো কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম সামনে চালিয়ে নিতে বাধাগ্রস্ত করছে। ঢাকা ডায়িং ব্যাংকের ঋণ এবং সুদ পরিশোধ করছে না। কোম্পানিটির উৎপাদন প্রক্রিয়া চালু রাখার জন্য গ্যাস প্রয়োজন কিন্তু গ্যাসের লাইন কেটে দেয়া হয়েছে। এ কারণে কোম্পানির ডায়িং ডিপার্টমেন্টের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে উইভিং এবং স্টিচিং ডিপার্টমেন্ট চালু রয়েছে। সবকিছু মিলিয়ে সংকটের মধ্যে রয়েছে ঢাকা ডায়িং।
×