ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে স্কুলে এলোপাতাড়ি গুলি ॥ নিহত ২

প্রকাশিত: ০৪:১৯, ২৫ জানুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্রে স্কুলে এলোপাতাড়ি গুলি ॥ নিহত ২

যুক্তরাষ্ট্রে এক কিশোর কেনটাকি হাই স্কুলে প্রবেশ করে মঙ্গলবার সকালে এলোপাতাড়ি গুলি চালায়। এতে স্কুলের দুই শিক্ষার্থী নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রে একের পর এক ঘটে যাওয়া হামলার ক্ষেত্রে এটি সর্বশেষ বন্দুক হামলার ঘটনা। অজ্ঞাতনামা হামলাকারীর বয়স ১৫ বছর। হামলার অভিযোগে সে এখন পুলিশের হেফাজতে রয়েছে। কেনটাকির পশ্চিমাঞ্চলীয় ছোট শহর বেন্টনের মার্শাল কাউন্টি হাই স্কুলে এই হামলা চালানো হয়। খবর এএফপি’র। কেনটাকির গবর্নর ম্যাট বেভিন জানান, বন্দুকের গুলির আঘাতে একই বয়সী দুই শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এছাড়া এই ঘটনায় ১৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২ জন গুলিতে আহত হয়। বেভিন আরও জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটকের সময় সে বাধা দেয়নি। তার বিরুদ্ধে দুটি হত্যা ও আরও বেশ কয়েকজনকে হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হবে। ‘নব্য জিহাদী জনকে’ বিশ্বসন্ত্রাসী ঘোষণা যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের ‘নব্য জিহাদী জন’ সিদ্ধার্থ ধরকে এক বিশ্বসন্ত্রাসী বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দফতর মঙ্গলবার বেলজিয়াম ও মরক্কোর নাগরিক আবদেল লতিফ গাইনির সঙ্গে ধরকে বিশ্বসন্ত্রাসী বলে চিহ্নিত করে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের। ব্রিটিশ নাগরিক সিদ্ধার্থ ধর ইসলামে ধর্মান্তরিত এবং তার বর্তমান নাম আবু রুমেশাহ।
×