ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বেনগাজিতে মুসল্লিদের ওপর গাড়িবোমা হামলা, নিহত ২৭

প্রকাশিত: ০৪:১৮, ২৫ জানুয়ারি ২০১৮

বেনগাজিতে মুসল্লিদের ওপর গাড়িবোমা হামলা, নিহত ২৭

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির এক আবাসিক এলাকার মসজিদের কাছে মঙ্গলবার রাতে জোড়া গাড়িবোমা হামলায় ২৭ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ১৫ মিনিটের ব্যবধানে বিস্ফোরণ দুটি ঘটেছে বলে জানান হয়েছে। খবর বিবিসি ও লস এ্যাঞ্জেলস টাইমস অনলাইনের। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা হানি বেলরাস আলি জানান, হামলায় অন্তত ২৭ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। বেনগাজি শহরের আল- স্লেইমানি এলাকার মসজিদ থেকে মাগরিবের নামাজের পর মুসল্লিরা বের হওয়ার সময় প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পরই রাস্তার অপর পাশে আরেকটি গাড়ি বিস্ফোরিত হয়। সে সময় ঘটনাস্থলে পুলিশ, উদ্ধারকর্মী ও হাসপাতালকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছিলেন। তখনই দ্বিতীয় বোমাটি বিস্ফোরতি হয়। হতাহতদের মধ্যে সামরিক-বেসামরিক লোক রয়েছেন। স্থানীয় আল জালা হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি। এখনও পর্যন্ত কেউই এ হামলার দায়ও স্বীকার করেনি। জাতিসংঘ টুইটারে হামলার নিন্দা জানিয়েছে। তারা একে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন ও যুদ্ধাপরাধের শামিল বলে অভিহিত করেছে। লিবিয়ায় এ ধরনের অনেক হামলার ঘটনা দায় স্বীকার করা ছাড়াই রয়ে যায়। ২০১১ সালে লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উৎখাত ও হত্যার পর থেকে দেশজুড়ে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে।
×