ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনশন ধারাপাত

প্রকাশিত: ০৪:১৬, ২৫ জানুয়ারি ২০১৮

অনশন ধারাপাত

‘অনশন’ শব্দটি প্রথম শুনেছিলাম ভারতের উন্নয়নকর্মী আন্না হাজারের অনশন করার মাধ্যমে। এর আগে অনশন শব্দটি কখনও শুনি নাই বা এর অর্থ কি তাও বুঝতাম না। আন্না হাজারে ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনের মাধ্যমে অনশন করেছিলেন যেটা ছিল সমগ্র ভারতীয় জাতির স্বার্থের জন্য কিন্তু বর্তমানে আমাদের দেশে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে যারা অনশন করে তারা সামষ্টিক স্বার্থের কথা চিন্তা না করে নিজের চিন্তা, নিজস্ব পেশা ও স্বার্থের জন্য আমরণ অনশনে নেমে পড়ছে। হ্যাঁ, অনশন করার অধিকার সবারই রয়েছে। তবে দেশের স্থিতিশীলতাকে বিনষ্ট এবং প্রতিষ্ঠানকে জিম্মি করে দাবি আদায়ে মাঠে নামছে অনশনকারীরা। বিশেষ করে সমাজে যারা অত্যন্ত দায়িত্বশীল পেশায় নিয়োজিত তাদের কাছ থেকে এমন সঙ্কীর্ণ স্বার্থবাদী কর্মকা- কখনই দেশ ও জাতি আশা করে না। প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে বসেছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা নাকি বেতন কম পান এই লক্ষ্যে! আবার, তাদের দাবি মানা হলে একই স্থানে অনশন করেন এমপিওভুক্ত হয়নি এমন সব স্কুল-কলেজের শিক্ষকরা। এ ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশে প্রায় পাঁচ হাজারের মতো। চলল আমরণ অনশন। শিক্ষামন্ত্রী দাবি পূরণের প্রধান সমস্যাটি তুলে ধরেন কিন্তু পর্যাপ্ত অর্থ মিলছে না অর্থমন্ত্রীর কাছ থেকে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে অনশন ভাঙেন তারা। এটির আনাগোনা শেষ হতে না হতেই একই স্থানে বসে পড়েন আরেক দল এবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। তারাও আশ্বাস পেয়েছেন। আবার শুরু করছে এমপিওভুক্ত স্কুল-কলেজ এবং মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা। এও যেন এক আমরণ অনশন। তারা চাইছেন সরকারী কলেজের শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতার বৈষম্য দূর করতে। আসলেই দেশে অনশনের ধারাপাত শুরু হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে, অনশন ধারাপাতের অন্যতম কারণ হচ্ছে ক্ষমতাসীন দলকে ঘায়েল করার অপকৌশল মাত্র। কেননা যে কোন দেশের ক্ষমতাসীন দলের কাছে শেষ বছরটি হলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে সুতরাং তাদের ইমেজ নষ্ট করা যাবে না। নিজস্ব স্বার্থের জন্য এ সুযোগেই তারা অধিকার আদায়ে নিয়োজিত হয়ে পড়েছে। কেন? কিন্তু আমরণ অনশনে বসলেই সরকারকে নত হতে হবে এমনটি ভাবা ঠিক নয়। তাই সরকারকে দেশের জনগণের আস্থা অর্জন করতে হবে। ক্ষমতায় টিকে থাকার স্বার্থেই যে কোন দাবি-দাওয়া মেনে নেবে সেটাও আদৌ ঠিক নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী থেকে
×