ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাহিদুর রহমান

ক্ষতির কথা ভাবুন

প্রকাশিত: ০৪:১৩, ২৫ জানুয়ারি ২০১৮

ক্ষতির কথা ভাবুন

অনশন বা উপবাস বলতে শাব্দিকভাবে বোঝায় কোনরূপ খাদ্য বা পানীয় গ্রহণ না করা। তবে খাবারের অভাবের কারণে অভুক্ত থাকা অনশন নয়। অনশন করার অধিকার নিশ্চই সবার আছে। কিন্তু কথায় কথায় অনশন মোটেও কাম্য নয়। দাবি আদায়ের নিমিত্তে কাজে-কর্মে অবসান ঘটিয়ে দাবি পূরণের আশায় অনশন করার ফলে শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি হয় তা নয়, সবচেয়ে বেশি ক্ষতি হয় এই দেশের ও দেশের মানুষের। দেশের সবচেয়ে দায়িত্বশীল পেশায় যারা নিয়োজিত থাকে তারা অনশন ধর্মঘট করে থাকে। প্রায়শই দেখতে পাই অমুক মেডিক্যাল কলেজ বা হাতপাতালে ডাক্তারদের হাফবেলা ধর্মঘট। একবার ভাবুন তো, এই হাসপাতালে মুমূর্ষু রোগী কি অনশনের অপেক্ষা করবে..? এই পরিস্থিতিতে আমরা যে কেউ পরতে পারি, বলুন তো তখন কি হবে। আসলে অনশনের মানেই জিম্মি করা সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানকে। কিছুদিন আগে হয়ে গেল ননএমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন, ধরে নিলাম শ্রদ্ধেয় শিক্ষকদের দাবিতে নায্যতা আছে, তাই বলে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান না দিয়ে অনশন মোটেও কাম্য নয়। সমস্যা যেমন আছে, তার সমাধানও আছে। অনশন নামের সামাজিক ব্যাধি চর্চা না করে তার থেকে বের হয়ে আসতে হবে। আসুন আমরা সবাই এই অনশন প্রথাকে বিলুপ্তির পথে নির্বাসন দিয়ে আলোচনায় উদ্যোগী হই। তবে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসবে পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে। দেশে শান্তি বিরাজ হবে। কাপাসিয়া, গাজীপুর থেকে
×