ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জ্বালাও পোড়া’র আন্দোলন করে লাভ হবে না ॥ বিমানমন্ত্রী

প্রকাশিত: ০৩:১৯, ২৪ জানুয়ারি ২০১৮

জ্বালাও পোড়া’র আন্দোলন করে লাভ হবে না ॥ বিমানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি বলেছেন, বিএনপি জ্বালাও পোড়াও আন্দোলন করে মানুষ হত্যা করছে। এ আন্দোলন করে তাদের কোনো লাভ হবে না। জনগণ তাদের সাথে নেই। বিগত দিনে এদেশের জনগণ যেভাবে তাদেরকে প্রত্যাখান করেছে, আগামী নির্বাচনেও জনগণ তাদেরকে প্রত্যাখান করবে। বিগত সরকারের আমলে বিএনপি জামায়াত জোট লক্ষ্মীপুরে আওয়ামীলীগের এক’শ জন নেতাকর্মীকে হত্যা করেছে। বর্তমানে এ এলাকার মানুষ শান্তিতে আছে। আইন শৃংখলার পরিস্থিতি তাদের আমল থেকে অনেক ভালো আছে। তিনি আরো বলেন, সামনে মাত্র নয় মাস সময় আছে। তবে তিনি এ সময়ে গোটা দেশ তথা লক্ষ্মীপুরের প্রধান মন্ত্রীর প্রতিশ্রুতি সমুহ বাস্তবায়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাবেন। বুধবার বিকেলে জেলা আ’লীগের উদ্যোগে আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল গণ সম্বর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জেলা আ’লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মন্ত্রীর সহধর্মী ফেরদৌসী কামাল, কেন্দ্রিয় আ’লীগ ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ক্রীড়া ও যুব বিষয়কি সম্পাদক হারুন অর রশিদ, সংসদ সদস্য মো. আব্দুল্যা আল মামুন, তরিকত ফেডারেশনের মহাসচিব সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল, সংসদ সদস্য মো. নোমান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা আ’লীগ সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. এসএম মাকসুদ কামাল, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, আ’লীগ নেতা শফিকুল ইসলাম, শহীদ ইসলাম পাপুল, আনোয়ার খান, আবুল হাসেম, মিজানুর রহিম, আবুল কাসেম, এ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টু, আ ক ম রুহুল আমিন, অধ্যাপক আব্দুল ওয়াহেদ, মেয়র আবুল খায়ের, মেয়র ইসমাইল খোকন, মেয়র মেজবাহউদ্দিন মেজু, নুরুল আমিন, মনির চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আব্দুল্যা আল নোমান, জেলা ছাত্রলীগ মাহমুন্নবী চৌধুরী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, জেলা মহিলা আ’লীগ নেত্রী বীনা রহমান বীনা। এর আগে মন্ত্রীকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থেকে মোটর শোভযাত্রা সহকারে মঞ্চে নিয়ে আসা হয়। এসময় আ’লীগসহ অঙ্গসংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁকে পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জানান। তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁর নির্বাচনী এলাকাসহ দেশবাসীকে প্রধান মন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আগামী নির্বাচনে দলীয় কর্মীদেরকে মান অভিমান ভুলে গিয়ে নৌকা প্রার্থীদেরকে বিজয় করার সকল প্রস্তুতি গ্রহনের আহবান জানান।
×