ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দীঘিনালায় মেরুং উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন

প্রকাশিত: ২২:৫৬, ২৪ জানুয়ারি ২০১৮

দীঘিনালায় মেরুং উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ আগামী প্রজন্মকে সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত করতে শিক্ষার্থীদের সু-শিক্ষিত হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। তিনি আজ বুধবার দুপুরে খাগড়াছড়ি দীঘিনালায় ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের একাডেমী ও শিক্ষা ভবন উদ্বোধন এবং বিদ্যালয়ে নবীন-বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কে এম ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা ও জোন উপ-অধিনায়ক মেজর সাব্বির আহমেদ, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, দীঘিনালা থানা অফিস ইনচার্জ শাশশুদ্দিন ভূঁইয়া, ১ নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমান কবীর রতন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু । শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও পার্বত্য চট্টগ্রাম উন্নয় বোর্ড ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যায়ে দীঘিনাল ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের ২ টি একাডেমি ভবন নির্মান করে ।
×