ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউর তৃতীয় সমাবর্তন ১৯ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৭:৫৭, ২৪ জানুয়ারি ২০১৮

বিএসএমএমইউর তৃতীয় সমাবর্তন ১৯ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারি। দেশের প্রথম মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের আচার্য মোঃ আবদুল হামিদ। এ বছর প্রায় দুই হাজার দুশ’ শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিয়ে তাঁদের সনদ গ্রহণ করবেন। এর আগে ২০১১ প্রথম ও ২০১৫ সালে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। মঙ্গলবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার সকালে ডাঃ মিল্টন হলে ৫৭ সদস্য বিশিষ্ট স্টিয়ারি কমিটির এক গুরুত্বপূর্ণ সভা উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলালসহ স্টিয়ারিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রখ্যাত গাইনি বিশেষজ্ঞ, সাবেক আইপিজিএমএন্ডআরের (বর্তমানে বিএসএমএমইউ) পরিচালক, স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ডাঃ টি এ চৌধুরীকে সমাবর্তন বক্তা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মোট ১৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সমাবর্তনের স্থান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের উত্তর পাশের উন্মুক্ত মাঠকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। সভায় উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান সুষ্ঠু ও সুন্দরভাবে ৩য় সমাবর্তন আয়োজন করার লক্ষ্যে দ্রুততার সঙ্গে স্টিয়ারিং কমিটিসহ সকল উপ-কমিটিকে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের উচ্চ মেডিক্যাল শিক্ষা হতে হবে আন্তর্জাতিক মানের : ভিসি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, বাংলাদেশে উচ্চ মেডিক্যাল শিক্ষা হতে হবে আন্তর্জাতিক মানের সঙ্গে সমন্বিত বাস্তবধর্মী, উন্নত, সর্বাধুনিক ও সমসাময়িক। যাতে একজন মেডিক্যাল শিক্ষার্থী উচ্চতর ডিগ্রী অর্জনের মাধ্যমে একজন আন্তর্জাতিক মানের চিকিৎসক ও গবেষক হতে পারেন। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের এ ব্লকের ক্লাস ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের উদ্যোগে ‘আউটকাম বেসড কারিকুলাম এন্ড একাডেমিক ডাটাবেজ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিবেশের সঙ্গে অসংক্রামক রোগ নিরূপণের গবেষণা কার্যক্রমের যাত্রা শুরু ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ), লন্ডনের ক্যামব্রিজ ইউনিভাসিটিসহ বিশ^খ্যাত ৭ শিক্ষা, চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিবেশের সঙ্গে অসংক্রামক রোগ নিরূপণের জন্য গবেষণা কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার হোটেল রেডিসন ব্লুতে দুপুরে ক্যামব্রিজ প্রোগ্রাম টু এসিস্ট বাংলাদেশ ইন লাইফস্টাইল এ্যান্ড এনভায়রনমেন্টাল রিস্ক রিডাকাশন নামে একটি অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি সহযোগিতামূলক (মেমোরেনডাম অফ কোলাবরেশন) চুক্তি স্বাক্ষরিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের (বিএসএমএমইউ) পক্ষে স্বাক্ষর করেন এ বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান।
×